মুম্বই: ‘রইস’-এর প্রচারে মুম্বই আসবেন না পাক অভিনেত্রী মাহিরা খান। মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে এই আশ্বাস দিয়ে শাহরুখ খান ছবির নির্ঝঞ্ঝাট মুক্তির ব্যবস্থা করেছেন। রবিবার এমএনএস প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করে শাহরুখ তাঁকে কথা দিয়েছেন, ছবির নায়িকা মাহিরা মুম্বই আসবেন না। ঠাকরে পরে এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।


জানুয়ারির ২৫ তারিখ মুক্তি পাবে ‘রইস’। এসআরকে-র কেরিয়ার এই ছবির সাফল্যের অনেকটাই নির্ভর করছে। উরি সন্ত্রাসের প্রেক্ষিতে এমএমএস জানিয়ে দেয়, বলিউডি ছবিতে পাক কলাকুশলীদের কোনওভাবেই মানবে না তারা। কিন্তু উরি সন্ত্রাসের আগেই যেহেতু মাহিরার অংশটুকুর শ্যুটিং শেষ হয়ে যায়, তাই ‘রইস’ টিমের কিছু করার ছিল না। যাতে সিনেমা মুক্তির পর কোনওভাবেই বাধাগ্রস্ত না হয়, তাই এভাবে রাজ ঠাকরের সঙ্গে শাহরুখের শান্তিচুক্তির চেষ্টা।

রাজ জানিয়েছেন, শাহরুখ তাঁকে আশ্বাস দিয়েছেন, এখন থেকে আর কোনও পাক শিল্পী ও টেকনিশিয়ানকে নিজের ছবিতে চাইবেন না তিনি। যতদিন না ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, ততদিন এই সিদ্ধান্ত বজায় থাকবে। ছবির প্রমোশনেও আনা হবে না নায়িকা মাহিরাকে।

ইতিমধ্যেই ছবি থেকেও মাহিরার রোল অনেকটা কাটছাঁট করা হয়েছে।