কলকাতা: বাড়ির সামনে ভিড় করেছেন কয়েকশো অনুরাগী... তৈরি করা হয়েছে ফুলের গেট, তাতে লেখা শুভেচ্ছা। সেলফির আবদার আর পোস্টার, উচ্ছ্বাসের মধ্যেই জন্মদিন উদযাপন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিৎ (Jeet)-এর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন অভিনেতা। আর সেই ছবি যেন মনে করিয়ে দিল মন্নতের বাইরের ভিড়ের ছবিটা।
৩০ নভেম্বর ছিল জিৎ-এর জন্মদিন। সেইদিন অভিনেতার অ্যাপার্টমেন্টের সামনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার অনুরাগীরা। কারও হাতে জিতের ছবি আঁকা পোস্টার, কারও হাতে ফুল-বেলুন, কারও ফোনে আবার মুহূর্ত বন্দি করার জন্য মুঠোফোন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়েছেন জিৎ স্বয়ং। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'প্রত্যেককে অনেক ধন্যবাদ ও ভালবাসা আমায় জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য। যাঁরা ব্যক্তিগতভাবে আমার বাড়িতে এসেছিলেন আমায় শুভেচ্ছা জানানোর জন্য, তাঁদের অনেক ধন্যবাদ। আমার ভীষণ ভাল লেগেছে। এই ভালবাসার জন্য ধন্যবাদ।' জিতের বাড়ির সামনেই এই ভিড় মনে করিয়ে দিল শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিনে তাঁর মন্নতের সামনের ছবিটা। তাঁর জন্মদিনে হাজার হাজার অনুরাগী ভিড় জমান মন্নতের সামনে। শাহরুখের একটা ঝলক দেখার জন্য। এদিন জিতের বাড়ির সামনের এই ভিড় দেখে অনেকেই বলছেন, জিৎ যেন টলিউডের শাহরুখ।
সদ্য মুক্তি পেয়েছে জিতের নতুন ছবি 'মানুষ'। এই ছবিতে জিতের সঙ্গে রয়েছেন জিতু কমলও (Jeetu Kamal)। জিতের বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছে সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee)-কে। এই ছবি মুক্তি পেয়েছে বাংলা ও বাংলার বাইরেও। অনুরাগীরা বেশ পছন্দ করেছেন জিতের ধারার এই ছবিটিকেও। এদিন জিতের কলকাতার বাড়ির সামনের এই ভিড়টা যেন ফের একবার বুঝিয়ে দিল... তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক।
সদ্য দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন জিৎ। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ারও করে নিয়েছিলেন অভিনেতা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।