শুক্রবার পাটায়ায় ‘বস ২’ ছবির একটি চেজ সিকোয়েন্সের শ্যুটিং চলছিল। এই দৃশ্যে চলন্ত গাড়ির উপরে জিৎ-এর ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। সাধারণত এধরনের দৃশ্যে স্টান্টম্যান ব্যবহার করা হয়। কিন্তু, জিৎ স্টান্টম্যান নয়, অ্যাকশন দৃশ্যের শ্যুটিং নিজে করতেই বেশি পছন্দ করেন।
চিত্রনাট্য মেনে গাড়ি ছুটতে শুরু করেছিল। কিন্তু, গোলমাল বাধে গাড়িটি যখন জিৎ-কে এড়িয়ে বাঁক নিতে যায়। সেই সময়ে গাড়ির পিছনের অংশে দৌড়তে থাকা জিৎ-এর কোমরের ডান দিকে আঘাত লাগে। কিছুটা শূন্যে উঠে ঘটনাস্থলেই আছাড় খেয়ে পড়েন জিৎ।
আঘাত নিয়ে চিকিৎসকের কাছেও গিয়েছিলেন অভিনেতা। আপাতত তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এই ঘটনায় টালিগঞ্জের বহু অভিনেতা উদ্বেগপ্রকাশ করে জিৎকে টুইটও করেন।
এরপর পাল্টা আজ একটি টুইট করে জিৎ সকলকে খোঁজখবর নেওয়ার জন্যে ধন্যবাদও জানিয়েছেন।
জিৎ নিজেই জানিয়েছেন গাড়ির ওপর তাঁর ঝাপানোর সময় এবং গাড়ির বাঁক নেওয়ার সময় না মেলাতেই এই দুর্ঘটনাটি ঘটে।