কলকাতা: বড়পর্দায় একের পর এক বড় ছবির মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। অভিনয় করছেন প্রথম সারির অভিনেত্রীদের বিপরীতে। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে আরও প্রশ্ন তো নেই বটেই, বরং অনেকের মত, ইন্ডাস্ট্রিতে এতদিন কার্যত চাপা পড়ে ছিল জিতু কমলের (Jeetu Kamal)-এর অভিনয় সত্ত্বা। তবে বড়পর্দার এই সাফল্যের মধ্যেও ফের ছোটপর্দায় ফিরছেন জিতু কমল!
বিষয়টা একটু ভেঙেই বলা যাক। ফের ছোটপর্দায় জিতুকে দেখা যাবে ঠিকই, তবে নতুন ধারাবাহিকে নয়, স্টার জলসা নির্মাতারা ফেরাচ্ছেন জনপ্রিয় ধারাবাহিক মিলন তিথি। এই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন জিতু কমল ও উষসী রায় (Ushasi Ray)। সম্প্রতি এই চ্যানেলে বেশ কিছু জনপ্রিয় পুরনো ধারাবাহিক পুনসম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আর সেখানেই নবতম সংযোজন এই 'মিলন তিথি'। সোম থেকে রবি, বিকেল ৪টের স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
অন্যদিকে, আপাতত জিতু ও উষসী দুজনেই ব্যস্ত রয়েছেন নিজের নিজের কাজ নিয়ে। ছোটপর্দা থেকে দূরে রয়েছেন দুজনেই। সদ্য 'হইচই' (Hoichoi) -তে মুক্তি পেয়েছে উষসীর ওয়েব সিরিজ কুমুদিনী ভবন। এই সিরিজে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)। অন্যদিকে, আপাতত, 'আমি আমার মতো' ছবির শ্যুটিং সেরে সদ্য দেশে ফিরেছেন জিতু। কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleswar Mukherjee)-র এই ছবিতে জিতুর বিপরীতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee)।
পর্দায় জিতুর চরিত্রের নাম উপল ও শ্রাবন্তীর চরিত্রের নাম সায়নী। জিতুর বাবার ভূমিকায় দেখা যাবে রজতাভকে, তাঁর চরিত্রের নাম রসিকলাল। এই প্রথম পিতা-পুত্র হিসেবে দেখা যাবে রজতাভ ও জিতুকে। গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, বিপত্নীক হওয়ার পরে স্ত্রীয়ের এক বহুমূল্য জিনিসের খোঁজে রসিকলাল যায় লন্ডন শহরে। আর সেখানেই লিভ ইন করে ছেলে উপল। উপল আর সায়নী দুজনেই আইটি সেক্টরে কর্মরত। আর সেই শহরে এসেই বিবাদ বাঁধে দুই প্রজন্মের। রসিকলাল মেনে নিতে পারে না উপল ও সায়নীর আদর্শ, ভাবধারা। তৈরি হয় বিভেদ। মূল্যবোধ থেকে শুরু করে দুই প্রজন্মের বিভেদ, মজার মোড়কে বাস্তবের এক গল্পকেই তুলে ধরা হবে এই ছবিতে। এই ভাবনা থেকেই ছবির নাম 'আমি আমার মতো'।