কলকাতা: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন। অভিনেতার একটি পোস্টের পর থেকেই তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। জিতু কমল (Jeetu Kamal) জানিয়েছিলেন, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের নায়িকা, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) নাকি তাঁর সঙ্গে শট দিতে চাইছেন না। এখানেই শেষ নয়, জিতুর পোস্টে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে তিনি ধারাবাহিক ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। এরপরে দফায় দফায় নায়ক নায়িকার মিটিং হয় প্রযোজনা সংস্থার সঙ্গে। অবশেষে গতকাল রাতে, যাবতীয় জট কাটিয়ে জিতু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, তিনিই আর্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছেন। টেকনিশিয়ান আর দর্শকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

Continues below advertisement

আজ থেকে ফের আগেই মতোই শ্যুটিং চলছে ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এর। দর্শকেরা নায়ক নায়িকার রসায়ন যথেষ্ট পছন্দ করেন। আর আজ, ফের ধারাবাহিকের ফ্লোরে ফিলে, সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ বার্তা দিয়েছেন জিতু। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়। প্রায় রোজই বিভিন্ন পোস্ট করেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় জিতু লেখেন, 'জীবনের পথে অভিযোগে ভরা মন, যেন এক ঘন কালো মেঘ— যা নিজের আলোও ঢেকে রাখে। ঈশ্বরের কৃপাও অনুভব করতে দেয় না। যারা শুধু দোষ খুঁজে বেড়ায়, তাদের অন্তরে শান্তি জন্মায় না। আশীর্বাদের আলোও তাদের চোখে এসে পৌঁছায় না। কিন্তু যখন মানুষ নিজের কর্তব্যকে পূর্ণ আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে — যাই আসুক, যেমনই পরিস্থিতি হোক — তখনই ভিতরের জড়তা ভেঙে যায়, যখন মন ঈশ্বরের ঈশারা উপলব্ধি করতে শেখে। কর্ম তখন ধ্যান হয়ে ওঠে, কর্তব্য হয়ে ওঠে ঈশ্বর-আরাধনা। অভিযোগে পথ থেমে যায়, কিন্তু কর্তব্যের পথে এগোলে নতুন আলো উন্মোচিত হয়। স্বামীজির এই বাণী তাই আমাদের স্মরণ করিয়ে দেয়—যে জীবন নিজের দায়িত্বকে ঈশ্বরার্পণ করে, যে হৃদয় ভক্তি ভরে কাজ করে, তার জীবন কখনো অন্ধকারে থাকে না। আলো ধীরে ধীরে প্রবেশ করে সেই মনেই — যে মন কর্মের মধ্যেই প্রার্থনা খুঁজে পায়, আর দায়িত্বের মধ্য দিয়েই ঈশ্বরকে উপলব্ধি করে।'

গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জিতু জানিয়েছিলেন, নায়ক বদল নয়। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যাবে জিতু কমলকেই। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়ে দিয়েছেন, ধারাবাহিকে আগের মতোই আর্য সিংহ রায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। পাশাপাশি তিনি জানিয়েছেন, দর্শক তাঁর ভগবান। সেই দর্শকদের কথা মাথায় রেখেই এই ধারাবাহিকে ফিরছেন তিনি। শুধু দর্শক নয়, জিতু জানিয়েছেন টেকনিশিয়ানদের কথা মাথায় রেখেও তাঁর ফেরার এই সিদ্ধান্ত। ছোটপর্দায় দীর্ঘদিন পরে একটি পুরুষ চরিত্র দর্শকদের মনে যে এতটা জায়গা করে নিয়েছে, দর্শকদের সেই ভালবাসাকে অবহেলা করতে চান না জিতু। 

Continues below advertisement