কলকাতা: টলিউডের (Tollywood) এখন অন্যতম চর্চিত জুটি জিতু কমল (Jeetu Kamal) ও নবনীতা দাস (Nabanita Das)। তাঁরা কি আদৌ একসঙ্গে রয়েছেন নাকি বিচ্ছেদ আসন্ন? নবনীতার পোস্টে উস্কে দিয়েছে সেই জল্পনাই। এরপর একের পর এক পোস্ট বিনিময়। এবার সেই আবহেই ভাইরাল হল জিতু কমলের নতুন ইঙ্গিতপূর্ণ পোস্ট (cyptic post)। কী লিখলেন তিনি পোস্টে?


জিতু কমলের ইঙ্গিতপূর্ণ পোস্ট


সোমবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন পর্দার অপরাজিত রায়। তিনি এদিন লেখেন, 'ভালবাসা কী? যদি রূপ দেখে কাউকে ভালবাসো - সেটা ভালবাসা নয় - সেটা বেছে নেওয়া। যদি কারও দেহ দেখে ভালবাসো - সেটা ভালোবাসা নয় -সেটা লোভ। সেটা লালসা, যদি কারও টাকা দেখে ভালবাসো।' তাহলে আসল ভালবাসা কী? কী তার সংজ্ঞা? সেই কথাও লেখেন অভিনেতা। 'তাহলে ভালবাসা কাকে বলে? যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে - সেটাই ভালবাসা।' যদিও এই উপলব্ধি যে নিজের লেখা নয়, তাও উল্লেখ করেছেন অভিনেতা পোস্টের শেষে। 


কিন্তু জিতু ও নবনীতার বিচ্ছেদের গুঞ্জনের মাঝে বেশ শোরগোল ফেলেছে এই ইঙ্গিতপূর্ণ পোস্ট। তাঁর পোস্টের সঙ্গে অনেকেই সহমতও পোষণ করেছেন। একজন লিখেছেন, 'সবাই জানে, কিন্তু তাও সবাই সেই রূপ, টাকা, দেহ নিয়েই পড়ে আছে। উপলব্ধি যখন হয় তখন অনেকটা দেরি হয়ে যায়।' আবার একজন লেখেন, 'এই উপলব্ধিই সব'। একজন লেখেন, 'দাদা, নবনীতা দির সঙ্গে সম্পর্কটা আবার ঠিক করে নিন। আপনাদের একসঙ্গে ভালই লাগে। আলাদা নয়। ডিভোর্সের পথে না হেঁটে ঠান্ডা মাথায় আবার নতুন করে শুরু করুন।' অনেকেই আবার কটাক্ষও ছুড়ে দিয়েছেন জিতুর দিকে। কেউ লিখলেন, 'আপনি যখন এতই বোঝেন, নিজের ভালবাসার মানুষকে ছেড়ে দিলেন কেন?' কেউ আবার লিখলেন, 'আপনি তো নবনীতার রূপ দেখে ভালবেসেছিলেন।' অভিনেতার পোস্টে মুহুর্মুহু বেড়ে চলেছে লাইক ও শেয়ারের সংখ্যা। ভরছে কমেন্ট বক্সও। 


 



আরও পড়ুন: 'Merry Christmas': পর্দায় ক্যাটরিনা-বিজয় জুটি, নতুন পোস্টারের সঙ্গে 'মেরি ক্রিসমাস' মুক্তির তারিখ ঘোষণা


প্রসঙ্গত, জিতুর সঙ্গে পর পর দুটি ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই কাজের কারণেই জিতুকে দেখা যাচ্ছে শ্রাবন্তীর সঙ্গে। সেই থেকে ওঠে তাঁদের সম্পর্কের জল্পনাও। যদিও তা উড়িয়ে দেন খোদ নবনীতাই। সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিও পোস্ট করেন নবনীতা। সেখানে তাঁর স্পষ্ট বক্তব্য, অনেকেই তাঁর সম্পর্কের সমস্যা নিয়ে উদগ্রীব। অনেকেই তাঁর কাছে প্রশ্ন করছেন, কেন এমন সিদ্ধান্ত নিলেন তাঁরা? নবনীতার কথায়, 'আমার নিজেরা একে অপরের সঙ্গে ভাল থাকতে পারছিলাম না। আমাদের নিজেদের মধ্যে অশান্তি হয়েছে, চিৎকার হয়েছে। কিন্তু সেটা কখনও কোনও তৃতীয় ব্যক্তিকে নিয়ে নয়। অনেক জায়গায় শুনেছি, জিতুর সঙ্গে শ্রাবন্তীদিকে জড়িয়ে অনেক রকম মন্তব্য হচ্ছে। সেটা যেমন আমার পক্ষে কষ্টকর, খারাপ লাগার, তেমনই আমার ধারণা জিতুরও এতে খারাপ লেগেছে। আমার আর শ্রাবন্তীদির মধ্যে ভীষণ ভাল সম্পর্ক। লন্ডনে যখন গিয়েছিলাম, একসঙ্গে কত গল্প, খাওয়া দাওয়া করেছি। ওকে জড়িয়ে এই ধরনের মন্তব্য অনর্থক, সত্যিই আমাদের খারাপ লেগেছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial