ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : ভোট-সন্ত্রাসের (Panchayat Election Violence) আঁচ এবার পর্যটন-শহর দিঘায়। তৃণমূল (TMC) জেতায় বিজেপি (BJP) কর্মীর হোটেলে ভাঙচুর, ব্যবসা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। বিজেপি সমর্থকদের কাজেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা দাবি, বাংলায় ৩৫৫ ধারা জারির চেষ্টায় অশান্তির পরিবেশ তৈরি করছে বিজেপি-ই।


পাথর ছুড়ে ভেঙে দেওয়া হয়েছে হোটেলের জানলার কাচ। চলছে হুমকি-হুঁশিয়ারি। ভোট পরবর্তী সন্ত্রাসের ছবি এবার পর্যটন-শহর দিঘায় (Digha)। বিজেপি কর্মীর হোটেলে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হোটেল মালিকের অভিযোগ, ভোট গণনার দিন রাতেই নিউ দিঘার বটতলা এলাকায় তাঁর হোটেলে হামলা চালানো হয়। অভিযোগকারী হোটেল মালিক চন্দন বেরা বলেছেন, হোটেলে ভাঙচুর চালিয়েছে। হুঁশিয়ারি দিয়ে গেছে হোটেল বন্ধ রাখার। এখানেই শেষ নয়। অভিযোগ, বিজেপি করায় স্থানীয় মোটরভ্যান চালকদের রুজি-রোজগারেও টান পড়েছে। হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ভ্যান চালানো।


পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) রামনগর ব্লকে ভাল ফল করেছে তৃণমূল। ২টি পঞ্চায়েত সমিতি ছাড়াও অধিকাংশ গ্রাম পঞ্চায়েতই শাসকদলের দখলে। এই পরিস্থিতিতে ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। দিঘার বিজেপি নেতা তপন মাইতি বলেছেন, 'মহিলা কিছু এসেছিল তারা বলছে দিঘার ওপরেই খাই। খাবার বন্ধ করে দিয়েছে। ওসিকে লিখিত কমপ্লেন দিয়েছে। রিসিভ করেননি। যারা রিকশ চালিয়ে খায় কোথা থেকে খাবে। নুন আনতে পান্তা ফুরোয় এই পরিস্থিতি'। পাল্টা দিঘার তৃণমূল নেতা সুশান্ত পাত্রর দাবি, 'শুভেন্দু ৩৫৫ দাবি করছে। তাই বিভিন্ন জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। সেটা প্রমাণ করতেই থানায় অভিযোগ করছে'। 


হোটেল মালিক ও মোটরভ্যান চালকদের তরফে দিঘা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।                                                                 


আরও পড়ুন- অভিষেককে নিয়ে বেঙ্গালুরুতে মমতা, রাহুলের সঙ্গে সনিয়া, নজরে বিরোধীদের মেগা বৈঠক


আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial