মুম্বই: ক্রিকেটের গল্প, মাঠ ছাড়ার গল্প, মাঠে ফেরার গল্প। প্রায় ৩ মিনিটের ট্রেলার জুড়ে এক ক্রিকেটারের ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবনের টানাপোড়েন। মুক্তি পেল শাহিদ কপূরের নতুন ছবি 'জার্সি'-র ট্রেলার।


ট্রেলারের শুরুতে নেহাৎ দাম্পত্যের কথা, সংসারে টাকাপয়সার টানাপোড়েন নিয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। অভাবের সংসারে ছোট্ট ছেলের শখ একটা জার্সি কেনার। কিন্তু বাবা শাহিদ সেই চাহিদা মেটাতে অপারগ। স্ত্রীর কাথে ৫০০ টাকা চেয়ে অপমান ফেরত পেতে হয় তাঁকে। কিন্তু কয়েক মুহূর্ত ঘুরতেই বদলে যায় গল্পের মোড়। কেবল সংসার নয়, সামনে আনা হয় শাহিদ কাপূরের ফেলে আসা অতীতকে। একসময়ের খেলার মাঠের দাপুটে ব্যাটার কেন মাঠ ছেলে কার্যত বেকার, সেই গল্পের উত্তর পাওয়া যাবে শাহিদ কপূরের 'জার্সি'-তে। 



ট্রেলারের একটি অংশ মন ছুঁয়ে যায়। শাহিদের পুরনো কোচের সঙ্গে কথা বলছে শাহিদ। ফ্ল্যাশব্য়াকে দেখানো হয়, মাঠে নামছেন শাহিদ কপূর। তারপরেই বর্তমানে ফেরা। শাহিদের কোচ বলছেন, 'শেষবার তখনই খুশি দেখেছিলাম তোকে।' ট্রেলারের শেষ সংলাপ বলে, 'যদি তুমি ক্রিকেটকে বেছে নাও, আমরা তোমার সঙ্গে থাকব না।' পরিবার না খেলার মাঠে ফেরা, কোনটা বেছে নেবে শাহিদ কপূরের চরিত্র? উত্তর দেবে 'জার্সি'।


অন্যদিকে বড়পর্দায় আসতে চলেছে শাহিদ কপূর অভিনীত নতুন ছবি 'বুল'। ২০২৩ সালের ৭ এপ্রিল মুক্তি পেলে চলেছে এই ছবি। আদিত্য নিম্বালকর পরিচালিত এই ছবি একটি পিরিয়ড ফিল্ম। ১৯৮০ সালের কিছু সত্যি ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই গল্পের চিত্রনাট্য। 


কবীর সিংহ' - এর দুর্দান্ত সাফল্যর পর ফের একবার গাঁটছাড়া বাঁধছেন প্রযোজক ভূষণ কুমার এবং শাহিদ কপূর (Shahid Kapoor)।  আদিত্য নিম্বলকর এই ছবি দিয়েই বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন। আদিত্য এর আগে পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করেছেন। 'বুল' ছবিটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। আর এই ছবিতে একজন প্যারাট্রুপারের ভূমিকায় অভিনয় করবেন শাহিদ কপূর।