মুম্বই: এবার বায়োপিকে তুলে ধরা হবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের ঝুলন গোস্বামীর জীবন। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনুষ্কা শর্মা, খবর সূত্রের। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এই বছরের শেষেই শুরু হতে পারে বায়োপিকের শ্যুটিং।
২০২০ সালের জানুয়ারিতে ভারতীয় দলের জার্সি গায়ে ইডেন গার্ডেন্স-এ ঝুলনের সঙ্গে দেখা গিয়েছিল বিরাট ঘরণীকে। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনা। যদিও এখনও চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়নি বলেই খবর। সব কিছু ঠিক হলেই তবেই প্রস্তুতি শুরু করবেন অনুষ্কা।
মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারী ঝুলন গোস্বামী। বলের গতির জন্য ক্রিকেট বিশ্বে তাঁকে 'চাকদহ এক্সপ্রেস' বলা হয়। আপাতত ইংল্যান্ডে রয়েছেন ঝুলন।
অন্যদিকে, আপাতত লন্ডনে বিরাট কোহলি ও ভামিকার সঙ্গেই সময় কাটাচ্ছেন অনুষ্কা। এতদিন জৈব সুরক্ষা বলয়ের কড়া নিরাপত্তার মধ্যেই থাকতে হয়েছিল তাঁদের। নিউজিল্যান্ডের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনাল খেলে ফেলার পর আপাতত কিছুদিনের জন্য বায়ো বাবলের সেই বজ্রআঁটুনি থেকে ছাড়া পেয়েছেন ক্রিকেটার ও তাঁর পরিবার। তাই কখনও বেকারিতে ব্রেকফাস্ট সেরে আবার কখনও স্যাঁলোতে গিয়ে সময় কাটাচ্ছেন অনুষ্কা।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে অনুষ্কা লিখেছিলেন, 'যখন মা হওয়ার পর চুল ওঠার সমস্যা আপনাকে একটা ভালো হেয়ারকাট বা তার থেকেও বেশি কিছু দেয়।' সেই সঙ্গে অনুষ্কা উল্লেখ করে দেন হেয়ার স্টাইলিশের নামও। ছবিটিতে তিনি ট্যাগ করেন সোনম কপূরকে। ধন্যবাদ দেন এই হেয়ার স্টাইলিস্টের খোঁজ দেওয়ার জন্য। অর্থাৎ নতুন হেয়ারকাটের জন্য বলিউডের অপর নায়িকা সোনম কপূরের থেকে সাহায্য নিয়েছিলেন অনুষ্কা।
সম্প্রতি ইংল্যান্ড সফরের আগে সোশ্য়াল মিডিয়ায় প্রশ্ন উত্তর খেলায় মেতেছিলেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে অনুরাগীদের উদ্দেশ্যে লিখছিলেন 'কোয়ারেন্টিনে আমায় যা খুশি প্রশ্ন করুন, আমি উত্তর দেব'। এই খেলায় বিরাটের কাছে একটি প্রশ্ন আছে। এক অনুরাগী জানতে চান বিরাট কন্যা ভামিকার নামের অর্থ কী? সেইসঙ্গে ভামিকার একটি ছবি দেখার আর্জিও জানান তিনি। বিরাট এই প্রশ্নের উত্তরে লেখেন, 'ভামিকা মা দুর্গার অন্য নাম। আর আমি ও অনুষ্কা সিদ্ধান্ত নিয়েছি আমরা ততদিন অবধি আমাদের সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করব না যতদিন ও না ও বুঝবে সোশ্যাল মিডিয়া জিনিসটা কী। তারপর ও নিজেই সিদ্ধান্ত নেবে ও সোশ্যাল মিডিয়ায় যোগ দিতে চায় কী চায় না।"