কলকাতা: প্রথম ছবিতে পরিচালনা করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও মমতা শঙ্করকে (Mamata Shankar)। দ্বিতীয় ছবিতে তাঁর নায়ক নায়িকা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। প্রত্যেকটা ছবিই তাঁর কাছে মনে রাখার মতো স্মৃতি। 'কথামৃত' (Kothamrito) ও তাঁর কাছে তেমনই স্মৃতির দলিল। শ্যুটিং শুরু করা থেকে শুরু করে প্রোমোশান পর্যন্ত, প্রতিটি দিনই যেন নতুন স্মৃতি তৈরির সুযোগ তাঁর কাছে। তেমন একটা দিনের ঘটনা এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন 'কথামৃত' পরিচালক জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty)।
জিৎ বলছেন, 'গোটা ছবির শ্যুটিংই হয়েছে খুব মজা করে। প্রচণ্ড গরম আবহাওয়া ছিল সেই সময়ে। তার মধ্যেও আমরা চেষ্টা করেছি যতটা স্বস্তি করে কাজ করা যায়। হঠাৎ একদিন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার পরিকল্পনা হল। সেটাকেও আমরা খুব সুন্দর করে ক্যামেরাবন্দি করেছিলাম। গোটা ছবিতে টুকরো টুকরো সেইসব দৃশ্য রয়ে গিয়েছে।'
আরও পড়ুন: Kothamrito Exclusive: 'প্রবল বৃষ্টিতে সেট ভেঙে যাচ্ছে, অসহায়ের মতো দাঁড়িয়ে দেখছি'
তবে একটি দিনের কথা কিছুতেই ভুলতে পারেন না জিৎ। পরিচালক বলছেন, 'শ্যুটিং থেকে শুরু করে, প্রোমোশন.. সবই হচ্ছিল একসঙ্গে। তবে একদিন প্রোমোশানে যাওয়ার সময় কৌশিকদা হঠাৎ আমায় ফোন করলেন। আমায় বললেন, 'বাড়িতে চলে আয় একসঙ্গে যাব। সেই প্রথম আমার গাড়িতেই গেলেন কৌশিকদা। গাড়িতে 'কথামৃত'-র গান বাজছে, চারিদিকে বাইরে দেখছি 'কথামৃত'-র পোস্টার। কৌশিকদা একটা সেলফি তুলেছিলেন। আমার কাছে ওই দিনটা বিশাল প্রাপ্তি।'