মুম্বই: ২০২১-এ দেখতে-দেখতে অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করে ফেললেন জিমি শেরগিল। সেই বিষয়েই কথা বলতে গিয়ে 'মোহব্বতে' বা 'স্পেশাল ছাব্বিশ'-এর মতো ছবির অভিনেতা জানিয়েছেন, বলিউডে তাঁর কোনও গড ফাদার নেই। তাই হিরোর চরিত্র কবে পাবেন, সেই অপেক্ষায় বসে থাকার মতো বিলাসিতা দেখানোর জায়গায় তিনি নেই। বরং, যা যা ছবির প্রস্তাব তিনি পেয়ে থাকেন, তার মধ্যে যেটাই তাঁর আকর্ষণীয় লাগে, তিনি সেই চরিত্রে অভিনয় করেন তিনি। দেখার বা ভাবার সময় নেই যে, চরিত্রটা আদৌ নায়কের তো?


জিমি শেরগিলকে বলিউডে প্রথমবার পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৬ সালে মুক্তি পাওয়া 'মাচিস' ছবিতে। যদিও তাঁকে বিখ্যাত করে দেয় ২০০০ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রাই অভিনীত 'মোহব্বতে' ছবিটি। পরবর্তীকালে জিমি শেরগিল 'মুন্নাভাই এমবিবিএস', 'হাম তুম', 'স্পেশাল ছাব্বিশ' বা 'তন্নু ওয়েডস মন্নু'-র মতো একঝাঁক সুপার হিট ছবিতে চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় করেছেন। প্রশংসাও পেয়েছেন। সম্প্রতি একটি রেডিও সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে শোয়ের সঞ্চালক সিদ্ধার্থ তাঁকে প্রশ্ন করেন, কোন ফর্মূলাতে তিনি বলিউডে দিব্যি ২৫ বছর কাটিয়ে দিলেন? এই প্রশ্নের উত্তরে জিমি শেরগিল বলেছেন, 'এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কেউ গড ফাদার ছিল না। টিকে থাকার জন্য আমার মনে হয়েছিল, যে যে চরিত্রের প্রস্তাব পাচ্ছি, তার মধ্যে যেটাই একটু আকর্ষণীয় লাগবে, তাতেই অভিনয় করবো। ব্যস এমন করেই কাটিয়ে দিলাম পঁচিশটা বছর। আসলে আমি যদি শুধু নায়কের চরিত্রে অভিনয় করার জন্যই বসে থাকবো, তাহলে একটা ছবিতে অভিনয় করার পরের দু'বছর আমাকে বাড়িতে বসে থাকতে হতো। এতটা বিলাসিতা দেখানোর মতো জায়গায় আমি ছিলাম না।'


জিমি শেরগিল আরও বলেছেন, 'অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, বেশ তো নায়কের চরিত্রে অভিনয় করছিলেন। তাহলে কী দরকার ছিল এই সব ছোটখাটো চরিত্রে অভিনয় করার? এর উত্তরে আমি সবসময় বলেছি, - বস, আমার কাছে সেই সময় এর থেকে ভাল আর কোনও উপায় ছিল না। এবং আপনাদের বলি, এরকম ছোট চরিত্রে অভিনয় করার জন্য আমার কোনও আক্ষেপ তো নেই। বরং, আমি বেশি খুশি এবং গর্বিত নিজের কেরিয়ারের কথা ভেবে।'


প্রসঙ্গত, জিমি শেরগিলকে সম্প্রতি দেখা গিয়েছে ডিজনি হটস্টারে রিলিজ হওয়া 'কোলার বম্ব' ছবিতে। যেখানে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন, আশা নেগি।