কলকাতা: তিনি যেন নতুন করে বাঁচতে শিখছেন। নতুন শর্তে, নতুন ছন্দে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী প্রযোজক নীলাঞ্জনা। সেই সঙ্গে শেয়ার করে নিয়েছেন অর্থবহ বার্তা। ব্যক্তিগত জীবনে অস্থির পরিস্থিতি চলছে নীলাঞ্জনার জীবনে। স্বামী যীশু সেনগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্ক যে ভাঙনের মুখে, সেই কথা কারও অজানা নয়। শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা। তবে নীলাঞ্জনার সঙ্গে রয়েছেন তাঁর দুই মেয়ে সারা ও জ়ারা।
সোশ্যাল মিডিয়ায় নিজের বেশ কয়েকটি ফটোশ্যুটের ছবি পোস্ট করে নিয়ে নীলাঞ্জনা লিখেছেন, 'শক্তিশালী, সুন্দর এবং দায়িত্বশীল। গোটা পৃথিবীর সে একাই বহন করে শক্তির সঙ্গে.. হাসিমুখে'। সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনার এই ছবিতে কমেন্টের বন্যা.. মেয়ে সারা মন্তব্য করেছেন, 'হ্যালো মা?' রাহুল মজুমদার, রূপাঞ্জনা মিত্র সহ প্রত্যেকেই প্রশংসা করেছেন এই ছবির। তবে নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়ায় নেই যীশু। ফলে তাঁর তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে নাকি বিবাহবিচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে যীশুর। বর্তমানে বাড়িতে থাকছেন না যীশু, শোনা যাচ্ছে মুম্বইতেই আপাতত তাঁর বসবাস। শোনা যাচ্ছে নিজের বাড়িতে থেকে নয়, দিদির বাড়িতে থেকেই খাদান ছবির শ্যুটিং শেষ করেছেন যীশু। অন্যদিকে দুই মেয়ে সারা আর জারাকে নিয়ে তাঁদের বাড়িতেই রয়েছেন নীলাঞ্জনা। সদ্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নীলাঞ্জনাকে। তারপরে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি লম্বা পোস্ট ও নিজের পদবি সরিয়ে দেওয়া থেকেই শুরু হয়েছিল যীশু-নীলাঞ্জনার সম্পর্কে ভাঙনের জল্পনা। নীলাঞ্জনা জানিয়েছিলেন কঠিন সময়ে তিনি পাশে পেয়েছিলেন দুই মেয়ে সারা আর জারা এবং বোন চন্দনাকে। সেখানে একবারও যীশুর নামও উল্লেখ করেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় যীশুকে আনফলো করে দিয়েছেন নীলাঞ্জনা। একই কাজ করেছেন সারা এবং জারাও। যদিও যীশু সেনগুপ্ত কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় ছিলেন না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।