কলকাতা: গ্র্যাজুয়েট হলেন যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta) মেয়ে সারা সেনগুপ্ত (Sara Sengupta)। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র ছোট্ট উমা এখন গ্র্যাজুয়েট। সোশ্যল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন সারা। কনভোকেশনে হাজির ছিলেন যীশু ও মা নীলাঞ্জনা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে সারা লিখেছেন, একটা যুগের সমাপ্তি।


সারা পড়াশোনা শেষ হওয়ার আগেই পা রেখেছিলেন সিনেমার দুনিয়ায়। সারার বয়স যখন বয়স মাত্র ১৩, তখনই তিনি পা রেখেছিলেন টলিউডে। মুখ্যভূমিকায়। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন সারা। ছবিটির নাম ছিল 'উমা' (Uma)। সেই ছবিতে সারার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন যীশু সেনগুপ্তই। সারার মায়ের ভূমিকায় ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছোট্ট সারা তাঁর প্রথম অভিনয়েই মন ছুঁয়ে নিয়েছিল দর্শকদের। 


তবে এরপরে ছবির দুনিয়ায় আর আসেননি সারা। এরপরে সারা ফিরে যান পড়াশোনার জগতে। ভর্তি হন স্নাতক স্তরে। নামজাদা একটি কলেজে পড়াশোনা করছিলেন সারা। আর সেখানে পড়তে পড়তেই তাঁর সাফল্যে যুক্ত হয়েছে আরও এক নতুন পালক। মুম্বইয়ে একটি বিদেশি ব্র্যান্ডের ফ্যাশান শো আয়োজিত হয়েছিল। আর সেই ব্যান্ডের হয়ে মার্জার সরণীতে হাঁটেন সারা। একটি নীল সবুজ পোশাক পরেছিলেন সারা। চোখে ছিল গাঢ় মেকআপ। মোট কথা বেশ নজর কেড়েছে এই স্টারকিড।


এই অনুষ্ঠানের জন্য বাছাই করা হয়েছিল ১০০ জন মডেলকে। তাঁদের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন সারা। তাও সম্পূর্ণ নিজের চেষ্টায়। প্রসঙ্গত, এই একই অনুষ্ঠানে মার্জার সরণিতে হেঁটেছিলেন অর্জুন রামপাল (Arjun Rampal)-এর কন্যাও। এদিন সারার সাফল্যকে নিজেদের চোখে দেখতে হাজির ছিলেন যীশু-নীলাঞ্জনাও। সবাই মিলে একসঙ্গে ছবি তোলেন। নীল ক্লোক আর টুপিতে ঝলমলে সদ্য স্নাতক তারা। তবে তাঁকে এবার রুপোলি পর্দায় দেখা যাবে নাকি তিনি রয়ে যাবেন পড়াশোনার জগতেই সেই উত্তর দেবে সময়।


 






আরও পড়ুন: Raj Chakraborty: রাজকে পরিচালকের আসন থেকে সরিয়ে, তাঁর চেয়ারে এবার নতুন কেউ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।