মুম্বই: কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে 'পঞ্চায়েত' (Panchayat) সিরিজের অভিনেতা পঙ্কজ ঝা 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিতে তাঁর সুযোগ না পাওয়ার কারণে ক্ষোভ উগড়ে দেন এবং পঙ্কজ ত্রিপাঠীর লড়াইয়ের কাহিনি বলে সহানুভূতি আদায় করাকে কটাক্ষ করেন। এবার পঙ্কজ ঝায়ের (Pankaj Jha) সেই মন্তব্যের কড়া জবাব দিলেন পঙ্কজ ত্রিপাঠী। পঙ্কজ ঝা সেই সাক্ষাৎকারে বলেছিলেন যে মনোজ বাজপেয়ীর পদাঙ্ক অনুসরণ করে তাঁর মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে পা রাখেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), ফলে তাঁর লড়াইয়ের কথা বলা সাজে না। পঙ্কজ ঝায়ের সেই কথার জবাবে কী বললেন পঙ্কজ ত্রিপাঠী ?


সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠীকে এই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমেই জানান যে এই প্রসঙ্গে তিনি কোনও মতই প্রকাশ করবেন না। তিনি স্পষ্টই বলেন, 'আমি কখনই আমার জীবনের সংগ্রাম নিয়ে রোমান্টিসাইজ করিনি, সেই লড়াইয়ের কথা বলে সহানুভূতি আদায় করিনি। আমি বলেছি যে আমার স্ত্রী উপার্জন করতেন, আমি সেই সময় কাজ খুঁজছিলাম। আমি কখনও বলিনি যে আমি পেটে গামছা বেঁধে আন্ধেরি স্টেশনের বাইরে রাত কাটিয়েছি। মুম্বইতে আসার পরে আমি বেশ ভাল এবং স্বচ্ছন্দ জীবন কাটিয়েছি। ফলে আমি কখনই আমার লড়াইকে মহান দেখানোর চেষ্টা করিনি এবং তা থেকে সহানুভূতি আদায়ের চেষ্টা করিনি কখনও।'


একবার কপিল শর্মার শো-তে এসে পঙ্কজ ত্রিপাঠী বলেছিলেন যে একটা হোটেলে সেই সময় তিনি কাজ করতেন। একদিন সেই হোটেলেই অতিথি হিসেবে আসেন মনোজ বাজপেয়ী। তিনি তাঁর চটি সেই হোটেলেই ফেলে যান, আর ত্রিপাঠী মনোজ বাজপেয়ীর একজন বড় অনুরাগী হওয়ার কারণে সেই চটি বাড়িতে নিয়ে এসে রেখে দেন। লড়াই, সংগ্রাম সবক্ষেত্রেই ছিল। জীবনে কোনও কিছুর উপর আশা না করে, নির্ভরশীল না হয়ে আমরা অন্যদের অনুপ্রাণিত করে যাই, বলেন পঙ্কজ। তাঁর কথায়, 'আমরা নিজেদের জীবন বাঁচি, নিজের লড়াইটাই লড়ি। আপনি যখন এই ধরনের কাহিনি শোনেন বা পড়েন, তা থেকে আপনি অনুপ্রাণিত হতেই পারেন, কিন্তু নাও হতে পারেন। এতে খারাপ কিছু নেই। একজন মানুষ তাঁর যেভাবে জীবন চালানোর ইচ্ছে সেভাবেই জীবনে বাঁচা উচিত।'


তাঁকে যখন প্রশ্ন করা হয় যে এই ধরনের অভিযোগ উঠলে তিনি কষ্ট পান কিনা, পঙ্কজ অবলীলায় জানান যে এই অভিযোগে তিনি কখনই কষ্ট পান না, এই ধরনের মন্তব্য তাঁকে বিদ্ধ করে না কখনও।    


আরও পড়ুন: Sonakshi Sinha: কেন গোপনে হাসপাতালে গিয়েছিলেন সোনাক্ষী? প্রকাশ্যে এল সত্যিটা