কলকাতা: তিনি পেশায় অভিনেতা। নেশাতেও। তবে, এর পাশাপাশি, তাঁর আরও একটা নেশা রয়েছে। সেটা নিছক অভিনেতাসুলভ নয়। অর্থাৎ, গান, বা আবৃত্তি নয়.. রুপোলি পর্দার মতোই, তাঁকে টানে বাইশ গজ। অভিনেতারও আগে, তিনি চেয়েছিলেন ক্রিকেটার হতে। আর সেই খেলার টানেই, চলতি বছরের আইপিএল (IPL 2024)-এ, কলকাতার ইডেন গার্ডেন্সে শেষদিনের ম্যাচে বাংলার কমেন্ট্রিবক্সে হাজির রইলেন অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)।
তবে একেবারে যে ক্রিকেটের সঙ্গে তাঁর কোনোই যোগাযোগ নেই, তা বললে ভুল হবে। চলতি বছরের 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' -এ, যীশু সেনগুপ্তের অধিনায়কত্বে সেরার শিরোপা নিয়ে এসেছে 'বেঙ্গল টাইগার্স'। এই প্রথম, 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' -এর ট্রফি এল বাংলার ঘরে। আর সেই দলের তারকা অধিনায়ক যীশুই, গত শনিবার হাজির ছিলেন জিও সিনেমা বাংলায় টাটা আইপিএলের বাংলা কমেন্ট্রিবক্সে।
মাইক হাতেই ধারাভাষ্যে চালিয়ে ব্যাটিং করলেন যীশু। কখনও তাঁর মুখে শোনা গেল বাংলা কমেন্ট্রির দেদার প্রশংসা, কখনও আবার ম্যাচ নিয়ে বিশ্লেষণ। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সঙ্গে এদিন ম্যাচ ছিল ইডেনে। চলতি সিজনে কলকাতার আয়োজিত হওয়া শেষ ম্যাচ ছিল এটি। কেকেআর এই ম্যাচে জয়লাভ করে। ম্যাচের শেষে, কলকাতার দর্শকদের ধন্যবাদ দিতে, 'থ্যাঙ্ক ইউ কলকাতা' লেখা ব্যানার ও নাইট রাইডার্সের পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করে নাইটেরা।
অন্যদিকে কমেন্ট্রিবক্সে যীশু তুলে ধরেন তাঁর নিজের কেরিয়ারের কথা। একসময় তাঁর ক্রিকেট খেলা, ক্রিকেটার হতে চাওয়ার ইচ্ছা, শরদিন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ.. এই সবেরই স্মৃতি-রোমন্থন করেন যীশু। 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' -এ ১০ বছরের সফরের গল্প শোনান যীশু। এদিন কমেন্ট্রি-বক্সে হাজির ছিলেন, সঞ্জীব মুখোপাধ্যায়, ঝুলন গোস্বামী, শুভময় দাস ও অন্যান্যরা। শেষদিনের ম্যাচ জমে গেল যীশুর বুদ্ধিদীপ্ত কমেন্ট্রিতে। যীশু এও বলেন, এই বছর দর্শকদের মধ্যে নাকি বাংলা কমেন্ট্রি শোনার উৎসাহ বেড়েছে।
আরও পড়ুন: Cannes 2024: আগামীকাল থেকে শুরু হচ্ছে 'কান চলচ্চিত্র উৎসব', দেখানো হবে কোন কোন ভারতীয় ছবি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।