কলকাতা: ট্রেলার মুক্তির পর থেকেই  'দ্য ট্রায়াল' নিয়ে দর্শকের মধ্য়ে চড়ছে উত্তেজনার পারদ। আর এবার এই আসন্ন সিরিজ নিয়ে মুখ খুললেন বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে যীশু জানান,'আমাকে যখন এই সিরিজের অফার দেওয়া হয়েছিল, তখন আমার চরিত্রে ব্য়পারে কিছুই বলা হয়নি। শুধু বলা হয়েছিল প্রধান নারী চরিত্রের স্বামীর ভূমিকার অভিনয় করব আমি। এর আগে আমি বলিউডের একাধিক নায়িকার স্বামীর ভূমিকায় অভিনয় করেছি। তাই প্রথমে আমি এই অফারে না জানাব সিদ্ধান্ত নিয়েছিলাম।' 


এরপর যীশু বলেন, ' কিন্তু তারপর যখন আমি সুপর্ণ, রাজেশ চাড্ডা এবং বনজয় এশিয়ার অফিসে দেখা করি এবং তাঁরা যেভাবে গল্প ও চরিত্রের বর্ণনা দেয়, তাতে আমি মুগ্ধ হয়ে যাই ও হ্য়াঁ বলে দি।'


আরও পড়ুন...


প্রতিদিনের খাবারে জিঙ্ক বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা! কখন কী খাবেন?


প্রসঙ্গত, ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে এই সিরিজের টিজার ও ট্রেলার। সিরিজটির প্রচারে অভিনব পন্থা নিয়েছিলেন কাজল। কিছুদিন আগে,  সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে অবাক করা একটা পোস্ট, 'জীবনের অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।' সবাই ভেবেছিলেন, হয়তো ব্যক্তিগত পরিসরে হঠাৎ কোনও সমস্যা হয়েছে অভিনেত্রীর। আর তাই, মর্মাহত হয়ে সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিয়েছেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।


তবে রাত গড়াতেই বদলে গেছিল সবটা। সকালে পোস্ট এবং সমস্ত ছবি সরিয়ে নেওয়ার কারণ খোলসা করেছিলেন কাজল। শেয়ার করে নিয়েছিলেন নিজের নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল' মোশন পোস্টার। 


এই সিরিজে কাজলের স্বামীর চরিত্রে দেখা যাবে যীশুকে, তাঁর চরিত্রের নাম রাজীব। ট্রেলারের শুরুতে দেখানো হয়, অ্যাডিশনাল বিচারক রাজীব সেনগুপ্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ঘুষ হিসেবে শারীরিক সম্পর্কে জড়িত হয়েছেন একাধিক নারীর সঙ্গে। এই অভিযোগে, বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর তারপরেই কাজলের পরিবারে নেমে আসে অন্য়রকম পরিস্থিতি। 


জেল হেফাজত হয় যীশুর, অন্যদিকে কাজল খুঁজে নেয় এক অন্য জীবন। আইনজীবী হিসেবে যোগদান করেন তিনি। কিন্তু তারপরে অন্যধারায় বইতে থাকে তাঁর জীবন। কিছু বন্ধু, কিছু শত্রু... কে সত্যি বলছে, কে মিথ্যে.. সেই ধারায়, ওঠাপড়ার মধ্যেদিয়েই এগোতে থাকে তাঁর জীবন। হঠাৎ জেল হেফাজত থেকে স্বামী রাজীব নয়নিকাকে ফোন করে আবেদন করে তাঁর হয়ে লড়াই করার জন্য। তারপর? উত্তর মিলবে 'দ্য ট্রায়াল' সিরিজে। 


১৪ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)-এ মুক্তি পাবে এই সিরিজ।