সমীরণ পাল, বারাসাত : নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে চাকরি গেছে ছেলের। আর এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল নেতাকে টিকিট দেয়নি দল। প্রতিবাদে প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিলেন ওই তৃণমূল নেতার অনুগামী ৩১ জন তৃণমূল প্রার্থী। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।


নেতা কেন টিকিট পাননি ? প্রতিবাদে প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিলেন ৩১ জন তৃণমূল প্রার্থী ! নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী। আদালতের নির্দেশ চাকরি গেছে একাধিক তৃণমূল নেতার আত্মীয়ের। সেই ইস্যুকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে বিরোধীরা। OMR শিট কেলেঙ্কারিতে নাম জড়ায় তৃণমূল পরিচালিত বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ মহম্মদ ঈশা সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লার। আদালতের নির্দেশ চাকরি যায় তাঁর। এবারের পঞ্চায়েত ভোটে এই ঈশা সর্দারকে জেলা পরিষদের টিকিট দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল। এনিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতার অনুগামীরা। প্রার্থীপদ প্রত্যাহার করার হুমকি দিয়েছেন কোটরা পঞ্চায়েতের ২৮ জন তৃণমূল প্রার্থী ও বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির ৩ প্রার্থী।


বারাসাতের কোটরা পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান ও তৃণমূল নেতা মহম্মদ ওহিদ মোল্লা বলেন, "বিগত বিধানসভায় আমরা ৭ হাজার ভোটের লিড দিয়েছি গোটা পঞ্চায়েত থেকে। আর লোকসভায় দিয়েছি ১২ হাজার লিড। তা সত্ত্বেও এবার ঈশা সর্দারকে নমিনেশন সাবমিট করতে বলে এখন শুনতে পাচ্ছি আর একজন পার্টিরই ছেলেকে গোঁজপ্রার্থী খাঁড়া করে দিয়েছি। তাই আমরা ৩১ জন পঞ্চায়েত সদস্য সিদ্ধান্ত নিয়েছি, ২০ তারিখ পর্যন্ত প্রত্যাহারের সময় আছে, যদি পার্টি চিন্তাভাবনা না করে, তাহলে আমরা প্রত্যাহার করে নেব।"


বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা মহম্মদ ঈশা সর্দার বলেন, "আর একজন যখন মনোনয়ন দিয়েছেন, তখন আমাদের অঞ্চলের ফ্ল্যাগ সব খুলে ফেলেছে, যে আমরা ভোট করব না। আমি আবার সবাইকে নিয়ে এসে তাড়াতাড়ি নমিনেশন দিলাম। কিন্তু, কর্মী-সমর্থকদের এত চাপ যে, নমিনেশন প্রত্যাহার করতে হবে। পার্টির অঞ্চল সভাপতি, সহ সভাপতির সঙ্গে যা কথা বলার বলতে বলেছি। কী কথা হয়েছে জানি না। কিন্তু আমি বলেছি, এসব জিনিস করা যাবে না।"  

এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বারাসাত কোটরার বিজেপির মণ্ডল সভাপতি কালীপদ ঘোষ বলেন, 'এভাবে কী আর দুর্নীতি ঢাকা যাবে ? গোটা তৃণমূল দলটাই দুর্নীতির সঙ্গে যুক্ত । আগাগোড়া কোরাপটেড। সমস্তটাই নাটক। নাটক করে মানুষকে ভোলানো যাবে না। তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গেছে।'


বারাসাতের (১) তৃণমূলের ব্লক সভাপতি রবিউল ইসলাম বলেন, 'সবার আগে দল। দলের সিদ্ধান্ত মানা উচিত। ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু, সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।' নিয়োগ দুর্নীতিতে ছেলের চাকরি যাওয়াতেই কি ঈশা সর্দারকে টিকিট দেয়নি তৃণমূল ? পঞ্চায়েত ভোটের তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।