কলকাতা: তাঁদের মনোমালিন্যের খবর নতুন নয়। টলিপাড়ায় (Tollywood) কান পাতলেই সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ও যীশু সেনগুপ্তের (Jisshu U Sengupta) সম্পর্কের ফাটলের জল্পনা শোনা যায়। তবে সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই স্বীকার করেছেন যে তাঁদের মধ্যে সমস্যা নেই, ঝগড়া হলে তা মিটেও যায়। এবার সেই কথার হাতেনাতে মিলল প্রমাণ। বর্ষার বিকেলে বসল গান বাজনার আসর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হল ভিডিও।


সৃজিত-যীশুর 'জাম-তারা'!


ড্রামস্টিক হাতে উঠলে যীশু সেনগুপ্তের মুখে চওড়া হাসি তাঁর অনুরাগীদের বিশেষ অচেনা নয়। অভিনয়ের পাশাপাশি তিনি খুব ভাল ড্রামস বাজান। এবার তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন সৃজিত মুখোপাধ্যায়, মাউথ অর্গ্যানে। ক্যামেরাবন্দি তাঁদের 'জ্যাম' সেশন। মজা করে সেই ভিডিওর ক্যাপশনে সৃজিত লিখলেন, 'জাম-তারা'। 


১৯৭২ সালে মুক্তি প্রাপ্ত রাজেশ খান্না ও তনুজা অভিনীত জনপ্রিয় ছবি 'মেরে জীবন সাথী'র গান 'চলা যাতা হুঁ'র সুর তুললেন মাউথ অর্গ্যানে সৃজিত মুখোপাধ্যায়। তার সঙ্গে তাল মিলিয়ে ড্রামস বাজাচ্ছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। এমন দৃশ্য বেশ কিছুদিন পর দর্শকের নজরে পড়ল। স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা। পরিচালকের এই বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা দেখেও আপ্লুত ফ্যানেরা। ফেসবুকে ভিডিও পোস্ট করে নীলাঞ্জনা সেনগুপ্তকে রেকর্ডিংয়ের সৌজন্যও দিয়েছেন পরিচালক। 


 



আরও পড়ুন: OTT Platform: OTT কনটেন্টেও কোপ? মুক্তির আগে 'কুরুচিকর' ও 'হিংসা'র দৃশ্য রিভিউয়ের প্রস্তাব তথ্য ও সম্প্রচার মন্ত্রকের


প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়, 'জাতিস্মর', 'এক যে ছিল রাজা' বা 'উমা'র মতো বক্স অফিসে সফল একাধিক ছবিতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু বছর খানেক আগে শোনা গিয়েছিল তাঁদের সম্পর্কে চিড় ধরেছে। যদিও প্রকাশ্যে কেউই কখনও কিছু বলেননি। উল্লেখ্য চলতি বছরে নববর্ষের আবহে সৃজিত মুখোপাধ্যায় তাঁর নতুন ছবি 'দশম অবতার'-এর ঘোষণা করেন। বাংলায় এটিই প্রথম 'কপ ইউনিভার্স'-এর ছবি। তাঁর অপর দুই জনপ্রিয় ছবি '২২ শে শ্রাবণ' ও 'ভিঞ্চি দা' একত্রিত করে তৈরির কথা জানানো হয়েছে। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে যীশু সেনগুপ্তকেও। ফলে আপাতত মনোমালিন্য সরিয়ে অভিনেতা-পরিচালক যে এসেছেন কাছাকাছি, একসঙ্গে হুল্লোড়ে কাটাচ্ছেন সময়, তা বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial