কলকাতা: শেষ হল তারকাদের নিয়ে সংগঠিত 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' (Celebrity Cricket League)। আর এই ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার বিজয়ীর ট্রফি হাতে তুলল বাংলার দল। যীশু সেনগুপ্তের (Jissu Sengupta) অধিনায়কত্বে 'বেঙ্গল টাইগার্স' (Bengal Tigers) জিতল এবারের ট্রফি।
সেরার শিরোপা 'বেঙ্গল টাইগার্স'-এর মাথায়
ঐতিহ্যবাহী স্থাপত্য 'বুর্জ খলিফা'য় দেখা গিয়েছিল প্রথম বাঙালি হিসেবে প্রথমবার যীশু সেনগুপ্তর মুখ। ছিলেন দেশের অন্যান্য তারকারাও। আর ফের একবার শিরোনামে যীশু ও তাঁর টিম। গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয় 'সেলিব্রিটি ক্রিকেট লিগ'। সেখানেই বাংলা থেকে খেলতে যায় 'বেঙ্গল টাইগার্স'। এই টুর্নামেন্টের ফাইনাল ছিল ১৭ মার্চ। ফাইনালে পৌঁছয় কলকাতা। তাদের বিপরীতে ছিল 'কর্ণাটক বুলডোজার' যারা দু-বারের চ্যাম্পিয়ন দল। তিরুঅনন্তপুরমের 'গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম'-এ অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। কর্ণাটককে ১২ রানে হারায় যীশুর বাংলার দল। জ্যামি বন্দ্যোপাধ্যায়ের পারফর্ম্যান্স নজর কাড়ে এদিন।
২০১২ সালে ডেবিউর পর এই প্রথমবার সিসিএলের ট্রফি জিতল 'বেঙ্গল টাইগার্স'। জয়ী হওয়ার পর টিম 'বেঙ্গল টাইগার্স' তাঁদের স্কিপার যীশু সেনগুপ্তকে নিয়ে প্যারাড করেন। এবারের টুর্নামেন্টে 'বেস্ট ব্যাটসম্যান অফ দ্য ফাইনাল'-এর ট্রফি পান বাংলার রাহুল মজুমদার। 'প্লেয়ার অফ দ্য ফাইনাল' হন জ্যামি বন্দ্যোপাধ্যায়। 'ম্যান অফ দ্য সিরিজ'-এর শিরোপাও পান রাহুল মজুমদার।
এদিনের ফাইনালস থেকে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মঞ্চে ট্রফি তুলে দেওয়া হল চ্যাম্পিয়ন দল 'বেঙ্গল টাইগার্স'-এর অধিনায়ক যীশু সেনগুপ্তের হাতে। এরপর তিনি টিমের সকলের হাতে সেই ট্রফি দিয়ে সরে দাঁড়িয়ে উপভোগ করছেন সেই দৃশ্য। সিসিএলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে দুটি ছবি পোস্ট করা হয় যেখানে ট্রফি হাতে দেখা গেল যীশুকে। পরের ছবিতে ট্রফির গায়ে জয়ের চুম্বন আঁকলেন তিনি। সেই পোস্টে বাংলার দলকে শুভেচ্ছা জানিয়েছেন ইমন চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায় প্রমুখরা। শুভেচ্ছার বন্যা অনুরাগীদের তরফেও। একাধিক ভিডিওয় চোখের জলে ভাসতে দেখা গেল গর্বিত অধিনায়ক যীশু সেনগুপ্তকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।