মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ভীষই সক্রিয় অমিতাভ ও অভিষেক বচ্চন। দেশের যে কোনও গুরুত্বপূর্ণ ঘটনায় ট্যুইটারে কলম ধরেন বিগ বি। কিন্তু দেশের এরকম উত্তপ্ত পরিস্থিতিতে বচ্চনদের ট্যুইটার হ্যান্ডেলে কোনও বার্তা নেই!  শুধু  জোড় হাতের ইমোজি, সাধারণত যা কৃতজ্ঞতা প্রকাশ করতে বা ক্ষমা চাইতে ব্যবহার করেন নেটিজ়েনরা। কিন্তু ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা যেখানে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আক্রান্ত, যখন অমিতাভের শহরেই গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে প্রতিবাদে জড়ো হয়েছেন পড়ুয়ারা, তখন এই ট্যুইটের অর্থ কী?
এতে সকলেই বিভ্রান্ত। কী বলতে চেয়েছেন তাঁরা?

নেটিজেনরা ট্রোল করতেও ছাড়েননি। বলেছেন, 'শিরদাঁড়া শক্ত করুন'। জেএনইউ-এর ঘটনায় এখনও কেন নিশ্চুপ তাঁরা, প্রশ্ন বচ্চন-ভক্তদের।
প্রশ্ন, ‘‘কার হয়ে মার্জনা চাইছেন আপনি? আপনি তো প্রতিবাদ করতে পারেন। কারণ আপনি অমিতাভ বচ্চন। আপনাকে কেউ কিছু বলবে না!’’
জোড় হাতের মানে জানতে চেয়ে একজন লিখেছেন, শিরদাঁড়া থাকলে আপনার এই ট্যুইটের ব্যাখ্যা করুন।
অমিতাভ চুপ থাকলেও বলিউডের বেশির ভাগ তারকাই জেএনইউয়ের ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন। অনিল কপূর, আলিয়া ভট্ট, রাজকুমার রাও, টুইঙ্কল খন্না, স্বরা ভাস্কর-সহ এক ঝাঁক তারকা রবিবারের ঘটনার কড়া সমালোচনা করেছেন।