এতে সকলেই বিভ্রান্ত। কী বলতে চেয়েছেন তাঁরা?
নেটিজেনরা ট্রোল করতেও ছাড়েননি। বলেছেন, 'শিরদাঁড়া শক্ত করুন'। জেএনইউ-এর ঘটনায় এখনও কেন নিশ্চুপ তাঁরা, প্রশ্ন বচ্চন-ভক্তদের।
প্রশ্ন, ‘‘কার হয়ে মার্জনা চাইছেন আপনি? আপনি তো প্রতিবাদ করতে পারেন। কারণ আপনি অমিতাভ বচ্চন। আপনাকে কেউ কিছু বলবে না!’’
জোড় হাতের মানে জানতে চেয়ে একজন লিখেছেন, শিরদাঁড়া থাকলে আপনার এই ট্যুইটের ব্যাখ্যা করুন।
অমিতাভ চুপ থাকলেও বলিউডের বেশির ভাগ তারকাই জেএনইউয়ের ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন। অনিল কপূর, আলিয়া ভট্ট, রাজকুমার রাও, টুইঙ্কল খন্না, স্বরা ভাস্কর-সহ এক ঝাঁক তারকা রবিবারের ঘটনার কড়া সমালোচনা করেছেন।