মুম্বই: আগামী ২৯ জুলাই মুক্তি পাবে 'এক ভিলেন রিটার্নস' (Ek Villain Returns)। প্রথম ছবির দুর্দান্ত সাফল্যের পর স্বাভাবিকভাবেই এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ চড়ছে। ইতিমধ্যেই 'এক ভিলেন রিটার্নস' ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে চার তারকাকে দেখা যাচ্ছে। জন আব্রাহাম (John Abraham), দিশা পাটানি (Disha Patani), অর্জুন কপূর (Arjun Kapoor) এবং তারা সুতারিয়া (Tara Sutaria), এই চার তারকাকে নিয়ে তৈরি হয়েছে 'এক ভিলেন রিটার্নস'। প্রথম ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করা কোনও মুখই নেই সিক্য়ুয়েলে। পাশাপাশি ট্রেলারে রহস্য ঘনিয়েছে যে, আসলে ভিলেন নারী নাকি পুরুষ? উত্তর পেতে ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে দিশা পাটানির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জন আব্রাহাম।


পরিচালকের সঙ্গে কাজের প্রসঙ্গে দিশা পাটানি-


বেশ কিছুদিন পর বড় পর্দায় দেখা যেতে চলেছে দিশা পাটানিকে। তার উপর 'এক ভিলেন রিটার্নস' ছবিতে ধূষর চরিত্রে দেখা যাবে তাঁকে। স্বাভাবিকভাবেই অপ্রত্যাশিত এমন একটি চরিত্রে দিশাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন দিশা। কীভাবে এমন একটি চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেন? দিশা বলেন, 'আমি শুধুমাত্র আমার পরিচালকের পরামর্শ মেনে কাজ করে গিয়েছে। আমার মনে আছে, এই চরিত্রটা করার আগে আমি প্রচুর পরিমাণে নেগেটিভ চরিত্রের ছবি দেখেছি। একটা সময়ে গিয়ে আমি পরিচালককে বলি যে, স্যর আমি আর এসব দেখতে পারছি না। কারণ, এগুলো আমাকে অন্য মানুষ করে তুলছে। তারপর থেকে আমি শুধু সেগুলো করে গিয়েছি, যা পরিচালক নির্দেশ দিয়েছেন। মোহিত স্যর জানেন তিনি কী চাইছেন। আর তিনি সকলের জীবন খুব সহজ করে দিতে পারেন।' প্রসঙ্গত, এর আগে মোহিত সুরির 'মলং' ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতে নেন দিশা পাটানি। এই নিয়ে দ্বিতীয়বার পরিচালকের ছবিতে কাজ করছেন। প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ''মলং' ছবিতে মোহিত স্যরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। আমি ওই প্রোজেক্টে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। এটা আমার ওঁর সঙ্গে দ্বিতীয় ছবি। আশা করি উনি আমার সঙ্গে কাজ করে একঘেয়ে হয়ে যাননি। কারণ, আমি ওঁর সঙ্গে আরও অনেক কাজ করতে চাই।'


আরও পড়ুন - Rhea Chakraborty Birthday: ভিডিও জকি থেকে বড় পর্দার নায়িকা, রিয়া চক্রবর্তীর উত্থান কতটা চমকপ্রদ?


দিশা পাটানির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জন আব্রাহাম-


'এক ভিলেন রিটার্নস' ছবিতে জন আব্রাহামের সঙ্গে দেখা যাবে দিশা পাটানিকে। অভিনেত্রীর সঙ্গে কাজের প্রসঙ্গে জন বলেন, 'আমার মনে হয় দিশার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা অসাধারণ ছিল। এটা খুবই বিরল একটা ঘটনা যখন কেউ কারও সঙ্গে স্ক্রিন শেয়ার করে, আর অনুভূতি হয় যে, দুজনের রসায়ন সঠিক কাজ করছে। আমারও দিশার সঙ্গে কাজের অভিজ্ঞতা তেমনই।'