মুম্বই: বেশ কিছুদিন পর ফের যশরাজ ফিল্মসের ব্যানারে ছবিতে কাজ করতে চলেছেন জন আব্রাহাম। তিনি শাহরুখ খানের সঙ্গে ‘পঠান’-এ কাজ করতে চলেছেন। এই ছবিতে কাজ করার জন্য ২০ কোটি টাকা নিচ্ছেন জন।
এর আগে যশরাজ ফিল্মসের ব্যানারে ‘ধূম’, ‘কাবুল এক্সপ্রেস’, ‘নিউ ইয়র্ক’-এর মতো ছবিতে কাজ করেছেন জন। তবে গত কয়েক বছরে তিনি যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করেননি। এবার তিনি যশরাজ শিবিরে ফিরলেন। এই ছবিতে শাহরুখ ছাড়াও দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শাহরুখের সঙ্গে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে জনকে।
জনের ঘনিষ্ঠ এক ব্যক্তি খবর, ‘জন এখন কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর একার ছবি বক্স অফিসে সাফল্য পাচ্ছে। ও প্রমাণ করে দিয়েছে, একার কাঁধে ছবি বয়ে নিয়ে যেতে পারে। ও যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করার জন্য পারিশ্রমিক বাড়িয়েছে। এই ছবির জন্য ২০ কোটি টাকা নেবে জন। নেগেটিভ রোলের জন্য ৬০ দিনেরও বেশি শ্যুটিং করবে ও।’
এখন ‘সত্যমেব জয়তে ২’-এর শ্যুটিংয়ে ব্যস্ত জন। এরপর তিনি ‘এক ভিলেন ২’ ছবিতেও কাজ করবেন। আগামী জানুয়ারির শেষদিক থেকে ‘পঠান’-এর শ্যুটিং শুরু হবে। এই ছবির শ্যুটিংয়ের জন্য বিদেশে যাবেন জন।
শাহরুখের সঙ্গে ছবি করবেন, যশরাজ ফিল্মসের কাছ থেকে ২০ কোটি টাকা নিচ্ছেন জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Nov 2020 02:17 PM (IST)
এর আগে যশরাজ ফিল্মসের ব্যানারে ‘ধূম’, ‘কাবুল এক্সপ্রেস’, ‘নিউ ইয়র্ক’-এর মতো ছবিতে কাজ করেছেন জন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -