মুম্বই: মহারাষ্ট্রে সিনেমাহল চালু হওয়ার ঘোষণার পরই বলিউডে একের পর এক ছবি মুক্তির দিন ঘোষণা হচ্ছে। একে একে যশরাজ ফিল্মস থেকে আমির খান প্রোডাকশনের পক্ষ থেকে তাদের আটকে থাকা সমস্ত ছবির মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবার জানা গেল কবে মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেতা জন আব্রাহামের (John Abraham) আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'। 


আরও পড়ুন - Honsla Rakh Trailer: রোম্যান্টিক-কমেডির মোড়কে মুক্তি পেলো শেহনাজ-দিলজিত-সোনমের 'হসলা রাখ'-র ট্রেলার


এর আগে জানা গিয়েছিল যে, চলতি বছর মে মাসে বলিউড ভাইজান সলমন খানের 'রাধে - ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবির সঙ্গেই মুক্তি পাবে জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু'। কিন্তু করোনা পরিস্থিতি এবং আরও অন্য়ান্য কিছু কারণে এই ছবির মুক্তি পিছিয়ে যায়। তাছাড়াও সেই সময়ে করোনা এবং লকডাউনের কারণে সিনেমাহল বন্ধ থাকায় ছবি মুক্তি হতে পারেনি। অবশেষে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সিনেমাহল চালু করার দিন ঘোষণার পরই আটকে থাকা এই ছবির মুক্তির দিন ঘোষণা করে দেওয়া হল ছবির পরিচালক মিলাপ জাভেরির পক্ষ থেকে।


এদিন 'সত্যমেব জয়তে টু'-র পরিচালক মিলাপ জাভেরির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৬ নভেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি। সোশ্যাল মিডিয়ায় ছবি নির্মাতারা পোস্ট করে লেখেন যে, 'দু টাকার জীবন নেওয়ার জন্য ৫৬ ইঞ্চি ছাতির নয়, ৫৬ ইঞ্চির হাতুড়ির প্রয়োজন। সত্যমেব জয়তে টু মুক্তি পেতে চলেছে ২৬ নভেম্বর ২০২১-এ।'


আরও পড়ুন - Khatron Ke Khiladi 11 Winner: কার জন্য 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতেছেন? জানালেন অর্জুন বিজলানি


প্রসঙ্গত, ইতিমধ্যেই রোহিত শেট্টি থেকে রণবীর সিংহ, আমির খান, শাহিদ কপূর, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, যশরাজ ফিল্মসের পক্ষ থেকে একাধিক আটকে থাকা ছবির মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ২২ অক্টোবর মহারাষ্ট্রে সিনেমাহল খুললেই একে একে মুক্তি পেতে থাকবে আটকে থাকা বলিউড ছবিগুলি।