কলকাতা: পুজো আসছে। আর পুজোর গন্ধে মিশে থাকে গোয়েন্দা গল্প। সে বইয়ের পাতায় ছাপার অক্ষরেই হোক, কিংবা সেলুলয়েডে। উমা মাকে দর্শনের পাশাপাশি সপরিবারে সিনেমা না দেখলে বাঙালির মন ভরে না। আর সেই বাঙালির মন বুঝেই ষষ্ঠীর আগের দিন ১৯ অক্টোবার মুক্তি পেতে চলেছে 'জঙ্গলে মিতিন মাসি।' আর তার আগে অক্টোবারে পা দিতেই, সিনেমার স্বাদ নিতে প্রকাশ্যে এল 'জঙ্গলে মিতিন মাসি'-র ট্রেলর। 






'সারান্ডায় শয়তান' গল্প অবলম্বনে তৈরি 'জঙ্গলে মিতিন মাসি'


সুচিত্রা ভট্টাচার্যের লেখা 'হাতে মাত্র তিন দিন', গল্প থেকে অনুপ্রাণিত হয়ে 'মিতিন মাসি'কে ফ্রেমে ধরেছিলেন অরিন্দম শীল। সেবার মিতিন মাসি হয়ে সবার কাছে স্ক্রিনে এসেছিলেন কোয়েল মল্লিক। আর এবার 'সারান্ডায় শয়তান' গল্প অবলম্বনে তৈরি 'জঙ্গলে মিতিন মাসি।' ট্রেলরের শুরুতেই সারান্ডায় হাতি হত্যার দৃশ্য দেখানো হয়েছে। যার জন্য কাঠগড়ায় চোরাশিকারিরা। যাদের যবনিকা টানতে ফ্রেমে ধরা দেবেন মিতিন মাসি।


কোয়েল মল্লিকের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও কে কে ?


'জঙ্গলে মিতিন মাসি' ছবিতে কোয়েল মল্লিকের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন শুভজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, কমলিকা বন্দ্যোপাধ্যায়, সামিউল আলম, অরিজিৎ দত্ত, পায়েল রায়। ছবির চিত্রনাট্টকার অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। পরিচালক অরিন্দম শীলও ছবিতে ক্যামেরার সামনে ক্ষণিকের জন্য ধরা দিয়েছেন বলে জানা গিয়েছে। বলাইবাহুল্য, এবার পুজোর আসর জমাতে আসছে  'জঙ্গলে মিতিন মাসি'। 


আরও পড়ুন, 'ভিটামিন এম'-এর পরে পুজোয় নতুন চমক মনামীর, প্রকাশ্যে প্রথম ঝলক


একইদিনে আরও একাধিক ছবিমুক্তি


প্রসঙ্গত, বাঙালির সবথেকে বড় ঘুরতে যাওয়ার সময়ও এই পুজো। অনেকেই সারাবছরের মাঝে এই সময়টাতেই ছুটি পান। রাতের দূরপাল্লায় জানালার বাইরে তাজা হাওয়া ভিজিয়ে নিয়ে যায় স্বপ্নের দেশে। বাঙালির প্রিয় জায়গা দীপুদা। তাই সমুদ্র আর পাহাড়ের মাঝে মেজাজ ধরে রাখে জঙ্গল। হাতির পিঠে বসে দূরবীনে চোখ রেখে ক্ষণিকের গোয়েন্দা হয়ে ওঠা বাঙালির রক্তে। আর সেই স্বাদই পূরণ করতে ভরা পুজোয় মুক্তি পাবে কোয়েলের ছবি। তবে একই সঙ্গে মুক্তি পাবে উইন্ডোজ প্রোডাকশনের রক্তবীজ। দেবের বাঘাযতীন। সৃজিত মুখোপাধ্যায়ের 'দশম অবতার।'