কলকাতা: ফের টলিউডে নতুন জুটি। গোয়েন্দা ওয়েবসিরিজে জুটি বাঁধছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ও দেবাশীষ মন্ডল (Debashsish Mondal)। 'ক্লিক' প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ 'জনি ও বনি'-তে জুটি বাঁধছেন এই দুই অভিনেতা-অভিনেত্রী। অভিজিৎ চৌধুরী পরিচালিত এই সিরিজের শ্যুটিং শুরু হবে এপ্রিল মাসে। 


আজ সোশ্যাল মিডিয়ায় ছবির স্ক্রিপ্টের ছবি শেয়ার করেছিলেন স্বস্তিকা। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। স্বস্তিকা বললেন, 'এটা একটি গোয়েন্দা গল্প। মূল চরিত্রে তিনজন। জনি, বনি আর আঁখি। আমি আঁখির চরিত্রে অভিনয় করছি। গল্পে দেবাশীষ আমার স্বামী। ওর চরিত্রের নাম জনি। আর বনি হল ক্লাস সেভেনের বাচ্চা। তবে সে আমাদের সন্তান নয়। এই বনি কে বা এর পরিচয় কী, কে অভিনয় করছেন তা জানতে গেলে সিরিজে চোখ রাখতে হবে। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেবেশ রায় চৌধুরী।'


বিপরীতে দেবাশীষ, সিরিজে দেবেশ রায় চৌধুরীর মত সহকর্মী, কীভাবে প্রস্তুতি নিচ্ছেন স্বস্তিকা? অভিনেত্রী বললেন, ' আমি কেবল অভিনয়টা করব। পরিচালকের সঙ্গে কথা বলছি। তিনি কী চাইছেন বোঝার চেষ্টা করছি। আমার চরিত্রটা এমন যার সঙ্গে সমস্ত ঘটনার একটা যোগসূত্র আছে। দর্শকরা খুব বেশি করে সংযোগ স্থাপন করতে পারবে আমার চরিত্রটার সঙ্গে। আমার চরিত্রে অভিনয় করার সুযোগ আছে। বারবার স্ক্রিপ্ট পড়ছি, পয়েন্ট করে নিচ্ছি। এপ্রিলেই তো শ্যুটিং শুরু।'


আরও পড়ুন: সামান্থার বদলে 'পুষ্পা ২'-এ দেখা যেতে পারে দিশা পাটানির আইটেম গান: সূত্র


অভিনেত্রী জানালেন, মূলত কলকাতাতেই এই সিরিজের শ্যুটিং হবে। শুধু এই সিরিজ নয়, একাধিক কাজ হাতে রয়েছে স্বস্তিকার। এর আগে এসভিএফের 'উত্তরণ' -এ অভিনয় করে নজর কেড়েছিলেন স্বস্তিকা। 'জি বাংলা অরিজিনালস'-এর নগর বাউল কথা সিনেমাতেও মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন স্বস্তিকা। সেখানেও প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। তবে খুব তাড়াতাড়ি নাকি ছবির কাজ শুরু করবেন অভিনেত্রী? রহস্য করে অভিনেত্রী বললেন, 'ক্রমশ প্রকাশ্য।'