মুম্বই: অবশেষে অপেক্ষার অবসান। মুক্তি পেল অজয় দেবগণের (Ajay Devgn) আগামী ছবি 'ভোলা'র ট্রেলার (Bholaa Trailer Out)। ছবির প্রথম লুক, পোস্টার, টিজার সবই নজর কেড়েছে দর্শকের। ফলে সকলেই অপেক্ষায় ছিলেন ট্রেলারের।
প্রকাশ্যে 'ভোলা' ছবির ট্রেলার
বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এল 'ভোলা' ছবির ট্রেলার। অ্যাকশন-এন্টারটেইনার ঘরানার এই ছবির ট্রেলার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রথম কোনও হিন্দি ছবির ট্রেলার আইম্যাক্স থ্রিডি (IMAX 3D) ফরম্যাটে লঞ্চ হল। লার্জার-দ্যান-লাইফ এই অভিজ্ঞতা মন জয় করেছে দর্শকের।
এই ছবিতে অবশ্যই দেখা যাবে মাস মহারাজ অজয় দেবগণকে। সেই সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তব্বু (Tabbu), বিনীত কুমার (Vineet Kumar), গজরাজ রাও (Gajraj Rao), সঞ্জয় মিশ্র (Sanjay Mishra), দীপক ডোব্রিয়ল ও অমলা পাল। অ্যাকশন সিক্যোয়েন্সের সঙ্গে, আবেগঘন দিকও মন কেড়েছে দর্শকের।
এই ছবির হাত ধরে চতুর্থ ছবির পরিচালনা করতে চলেছেন অজয় দেবগণ। এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলবে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে। ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা। ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ভোলা'। ছবিটি পুরোপুরি অ্যাকশন ঘরানার। 'ভোলা' বাইরে থেকে একজন যোদ্ধা ও ভিতর থেকে একজন রক্ষক। মুখ্য খলনায়কের চরিত্রে দেখা যাবে দীপক ডোব্রিয়ল। ধূসর চরিত্রের পুলিশ হিসেবে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে।
আরও পড়ুন: Janhvi Kapoor: জাহ্নবী কপূরের তেলুগু ডেবিউ, জন্মদিনেই প্রকাশ্যে প্রথম পোস্টার
গত ২৭ অগাস্ট, ইনস্টাগ্রামে তাব্বু একটি ছবি পোস্ট করেন। সেখানে এই ছবির শ্যুটিং শেষের কথা ঘোষণা করেন। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'দেখো!! আমরা একসঙ্গে আমাদের নবম ছবি শেষ করলাম!' সম্প্রতি অজয় দেবগণ ও তব্বুর একসঙ্গে 'দৃশ্যম ২' মুক্তি পেয়েছে।