মুম্বই: একটি মিউজিক ভিডিওর ভাষা ও রুচির প্রতিবাদ করেছিলেন। স্রেফ এ কারণে একটি ওয়েব মিডিয়ার জনৈক সাংবাদিক ধর্ষণের হুমকি পেয়েছেন বলে অভিযোগ।
ওই সাংবাদিকের নাম দীক্ষা শর্মা। ওমপ্রকাশ মিশ্র নামে এক গায়কের ইউটিউবে আপলোড করা ২ বছরের পুরনো একটি মিউজিক ভিডিওর প্রতিবাদ করেন তিনি।
ওই ভিডিওর নাম বোল না আন্টি আউ কেয়া। র‌্যাপ গানের ভিডিওটি দেখেছেন প্রায় ৩০ লাখ দর্শক, ২৮,০০০-এর বেশি লাইকও পড়েছে। কিন্তু অভিযোগ, যেভাবে ওই ভিডিওয় মেয়েদের পোশাক ও আচার আচরণ নিয়ে কটুক্তি করা হয়েছে, তা ধর্ষণের হুমকির সামিল।
দেখুন ভিডিওটি


দীক্ষা ভিডিওর বিরুদ্ধে মুখ খোলায় হোয়াটসঅ্যাপে তাঁকে ধর্ষণ তো বটেই খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
প্রতিবাদের পর ইউটিউব ভিডিওটি সরিয়ে দেয়। যদিও দীক্ষার দাবি, তাঁর আপত্তির জেরে তারা এই সিদ্ধান্ত নেয়নি। কিন্তু এর পরেই তাঁর প্রতি উড়ে আসা হুমকির সংখ্যা বেড়ে যায়। এমনকী হুমকি দেওয়া হয় বেঙ্গালুরুর সদ্য নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশের পরিণতি হবে। পরে অবশ্য আবার অন্যরা ইউটিউবে আপলোড করেন ভিডিওটি।
অভিযোগ, ওই সংবাদমাধ্যমের সার্ভার ও কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস হ্যাক করারও চেষ্টা হয়েছে। অভিযোগকারী সাংবাদিককে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ জানিয়েছে, বিষয়টির তদন্ত করছে তারা।