কলকাতা: একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে নিম্নচাপ অক্ষরেখা।  জোড়া ফলায় পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পুজোর মুখের রবিবার মানেই বাজারে-দোকানে ভিড়! রাস্তায় হাঁটা দায়! কিন্তু, রবিবার বিকেলে হঠাৎ বৃষ্টিতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সব বানচাল।
বিকেলে হঠাৎ ঝড়, তারপর বৃষ্টি। মালদাতেও পুজোর বাজারে ব্যাঘ্যাত! তবে হাঁসফাঁস করা গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে জেলাবাসী।
কলকাতায় অবশ্য বিকেলে বৃষ্টি হয়নি। তাই পুজোর কেনাকাটা চলেছে স্বাভাবিক ছন্দে। সবার প্রার্থনা একটাই, পুজোয় যেন বৃষ্টি না হয়। আনন্দে যেন বাধ না সাধে প্রকৃতি।