কলকাতা: বাংলা সঙ্গীত দুনিয়ার তাঁরা জনপ্রিয় দম্পতি। সঙ্গীত পরিচালক জয় সরকার (Joy Sarkar) ও গায়িকা লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)। এত বছরের দাম্পত্য জীবনে স্বামীকে হঠাৎ 'ননদ' বলে ডাকেন কেন লোপামুদ্রা? 'দাদাগিরি'র (Dadagiri) মঞ্চে নিজেই জানালেন আসল কারণ।


জয়কে 'বাড়ির ননদ' বলে ডাকেন লোপামুদ্রা মিত্র! কিন্তু কেন?


গত শনিবার, ১৭ ফেব্রুয়ারি সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত জনপ্রিয় ক্যুইজ রিয়্যালিটি শো 'দাদাগিরি'তে বসেছিল চাঁদের হাট। বাংলা সঙ্গীত দুনিয়ার ৬ তারকা এসেছিলেন দাদার সঙ্গে প্রশ্নোত্তর পর্ব খেলতে। হাজির হয়েছিলেন সঙ্গীত-জুটি জয় সরকার ও লোপামুদ্রা মিত্র। জীবনসঙ্গী হলেও খেলার মঞ্চে এদিন একে অপরের বিরুদ্ধে ভিন্ন জেলার হয়ে খেলছিলেন তাঁরা। আর অনুষ্ঠানের শুরু থেকেই তাঁদের নিয়ে খুনসুটি আড্ডায় মাতেন স্বয়ং দাদাও। 


এদিন মজা ঠাট্টার মধ্যেই হঠাৎ দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'লোপাদি আবার রেগে যাবে, কিন্তু জয়কে বাড়ির ননদ বলে ডাকেন লোপা দি!' দাদার কথা শুনে হাসি চাপতে পারেননি লোপামুদ্রা মিত্র নিজেও। হাসতে থাকেন জয় সরকারও। কিন্তু কেন? খোলসা করলেন গায়িকা স্বয়ং! সঙ্গে সঙ্গে লোপামুদ্রার উত্তর, 'একদম! ওটা হচ্ছে একদম ঠিক।' তবে ননদদের অপমান তিনি করতে চাইছেন না, পরিষ্কার করেন সেই কথাও। লোপামুদ্রা বলেন, 'ননদ বললে ননদরা হয়তো মাইন্ড করবেন! আমি সেভাবে বলছি না। কিন্তু আগেকার যুগে বাড়িতে থাকতেন না কিছু ননদ, যারা পাগল করে দিত বাড়ির বউদের। ও (জয় সরকার) হচ্ছে একদম ননদ। ও আমার ক্ষেত্রে ননদ, ওর মায়ের ক্ষেত্রে ননদ। মানে কিছু করলেই খালি খিচির-খিচির-খিচির। অসহ্য বিষয়!'


 






তবে এই 'লড়াই'য়ে জয় সরকারও পিছিয়ে যাওয়ার পাত্র নন। তিনিও সঙ্গে সঙ্গে দাদার দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, 'তুমি এগুলো বিশ্বাস করছ? আবার মন দিয়ে শুনছও?' তড়িঘড়ি অবশ্য পরিস্থিতি সামাল দিতে খেলায় মন দেন সৌরভ। আর হাসিতে ফেটে পড়ে দর্শক থেকে শুরু করে বাকি প্রতিযোগীরাও। তবে এই একবার নয়, স্বামী-স্ত্রীর একাধিক কীর্তি নিয়ে এদিনের মঞ্চ মেতে উঠেছিল।


আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভকে দাদাগিরিতে সরাসরি বিয়ের প্রস্তাব! কী উত্তর দিলেন 'দাদা'?


এদিনের অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিলেন লোপামুদ্রা মিত্র, জয় সরকার, বাবুল সুপ্রিয়, অন্তরা মিত্র, মনোময় ভট্টাচার্য, নিকিতা গাঁধী। বাংলার শিল্পী যাঁরা নিজেদের কাজ ও শিল্পের মাধ্যমে মাত করেছেন গোটা দেশ। তাঁদের 'দাদাগিরি'র গল্প শোনা যায় এদিনের পর্বে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।