কলকাতা: তিনি বাংলার আইকন। তাঁকে নিয়ে এখনও স্বপ্ন দেখেন হাজার হাজার বাঙালি মহিলা। মনে মনে তাঁকে কল্পনা করেন নিজের প্রণয়ী হিসেবে। এই গল্প অবশ্য নতুন নয় 'দাদাগিরি' (Dadagiri)-র মঞ্চে। সঞ্চালক 'দাদা' -কে সামনে দেখে যেমন আবেগে বারে বারে ভেসেছেন সাধারণ মানুষেরা, তেমনই 'দাদা'-র প্রশংসায় মুগ্ধ হয়েছে একাধিক নায়িকারাও। তবে সদ্য় 'দাদাগিরি'-র মঞ্চে হাজির এক 'অন্ধভক্ত'। এক্কেবারেই বিয়ের প্রস্তাবই তিনি দিয়ে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-কে! তারপর? 


জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় শো 'দাদাগিরি'। হামেশাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় 'দাদাগিরি'-র টুকরো টুকরো সব ক্লিপিংস। সদ্য, 'দাদাগিরি'-র একটি এপিসোডে হাজির ছিলেন সুলগ্ন বন্দ্যোপাধ্যায়। তাঁর ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 'দাদা'-র মঞ্চে এসে, এক্কেবারে সরাসরি দাদাকেই ভালবাসা নিবেদন করে বসেন তিনি!। এই এপিসোডে দেখা যায়। সৌরভের হাতে দুটি রঙের গোলাপ তুলে দেন সুলগ্না। দুটি হলুদ গোলাপ ও দুটি লাল গোলাপ। হলুদ গোলাপকে বন্ধুত্বের প্রতীক হিসেবে ভাবা হয় ও লাল গোলাপকে ভালবাসার। 


এরপরে সুলগ্নার অকপট স্বীকারোক্তি সৌরভের কাছে, 'ক্লাস এইট পর্যন্ত ভাবতাম, তোমার সঙ্গেই আমার বিয়ে হবে। তোমার জন্মদি পালন করেছি প্রত্যেক বছর। তোমার জন্মদিনে পায়েস রেঁধেছি, সেই পায়েস বরকেই খাইয়েছি। ২৬ বছরের স্বপ্ন আজ পূরণ হল।' অনুরাগীর এই অকপট স্বীকারোক্তি বেশ উপভোগই করেন সৌরভ। কৌতুক যেন এই মঞ্চে তাঁর স্বভাবগত। সেই বুদ্ধিমত্তা ও কৌতুক মিশিয়েই সৌরভ অনুরাগীকে পাল্টা প্রশ্ন করেন, 'কোথায় ছিলেন এতদিন'? 


তবে এই প্রথম নয়.. 'দাদাগিরি'-র মঞ্চ বারে বারে আবিষ্কা করেছে ২২ গজের বাইরের এক সৌরভকে। কখনও গানের তালে নাচ, কখনও ব়্যাম্প ওয়াক, কখনও আবার ঢাক বাজানো.. সৌরভ যেন সাবলীলভাবেই হয়ে উঠেছেন বাঙালির এমন এক 'দাদা', যিনি অনেকটা কাছের, অনেকটা ঘরের মানুষ। প্রত্যেক সিজনের সঙ্গে সঙ্গে যেন সঞ্চালনায় আরও সাবলীল হয়ে উঠেছেন সৌরভ। আর সেই সঙ্গে সঙ্গে বেড়েছে 'দাদাগিরি'-র অনুরাগীর তালিকাও। তবে এমন বিয়ের প্রস্তাব থেকে শুরু করে প্রেম প্রস্তাব পাওয়া সৌরভের কাছে নতুন নয়। তাই এইসব পরিস্থিতি বেশ বুদ্ধিমত্তার সঙ্গে, মজার ছলেই সামাল দিতে জানেন সৌরভ। 


 






আরও পড়ুন: Rachana Banerjee: বোরখায় লুকিয়ে মেট্রোয় চেপে বাড়ি ফিরতেন 'দিদি নম্বর ওয়ান', রচনার অজানা গল্প