নয়াদিল্লি: সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বরুণ ধবন (Varun Dhawan), কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'যুগ যুগ জিও' (Jugg Jug Jeeyo)। প্রথম সপ্তাহে বেশ ভালই ব্যবসা (Box Office Collection) করেছে এই ছবি। তবে ছবির ষষ্ঠ দিনে আশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি এই পারিবারিক ছবি।


'যুগ যুগ জিও'র বক্স অফিস কালেকশন


ষষ্ঠ দিনে অনিল কপূর ও নীতু কপূরের এই ছবি ৩.৯৭ কোটি টাকার ব্যবসা করেছে। ছবির প্রযোজনা সংস্থা 'ধর্ম মুভিস'-এর তরফে ঘোষণা করা হয়েছে যে ছবিটি ইতিমধ্যেই ৫০ কোটির গণ্ডি পেরিয়েছে। ছবিটি মোট ৫০.২৪ কোটি টাকার ব্যবসা করেছে। 


'ধর্ম প্রোডাকশন'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করে জানানো হয়, 'এই পরিবারের ভালবাসা অন্যান্য পরিবারদের বড়পর্দায় ফিরিয়ে আনছে ও মনোরঞ্জন করছে, সঙ্গে অবশ্যই রয়েছে পাঞ্জাবী ছোঁয়া।'


 






এই বছরের সর্বোচ্চ ব্যবসা করা ছবিগুলির তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে 'যুগ যুগ জিও'। তালিকায় এর আগে রয়েছে, 'দ্য কাশ্মীর ফাইলস', 'ভুল ভুলাইয়া ২', 'সম্রাট পৃথ্বীরাজ', 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র মতো ছবিগুলি। মনে করা হচ্ছে দ্বিতীয় সপ্তাহান্তে এই ছবি ১৩ কোটি টাকার ব্যবসা করবে। এছাড়া একইভাবে ব্যবসা চলতে থাকলে খুব শীঘ্রই এই ছবি ১০০ কোটির গণ্ডিও পেরিয়ে যেতে পারে। 


রাজ মেহতা পরিচালিত এই ছবি ২৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 


আরও পড়ুন: Ek Villain Returns Trailer: যে 'ভিলেন' ফিরল সে পুরুষ না মহিলা? প্রশ্ন রেখে গেল ট্রেলার