মুম্বই: আজ জন্মদিন বলিউড (Bollywood) অভিনেত্রী জুহি চাওলার (Juhi Chawla) ব্যবসায়ী স্বামী জয় মেহতার (Jay Mehta)। স্বামীর জন্মদিনে এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিশেষ ভিডিও। সঙ্গে জানালেন বিশেষ দিনে তিনি স্বামীকে কী উপহার দিলেন।


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla)। ভিডিওতে দেখা যাচ্ছে কেক কাটছেন জয় মেহতা (Jay Mehta Birthday)। শুধু তাই নয়, পুরনো দিনের বেশ কিছু ছবির কোলাজও রয়েছে সেই ভিডিওতে। জয় মেহতার সঙ্গে নিজের বেশ কিছু পুরনো দিনের ছবিও শেয়ার করেছেন জুহি চাওলা। কোনও ছবিতে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ট্রফি হাতে দেখা যাচ্ছে তাঁদের। তো কোনও ছবিতে কোথাও বেড়াতে যাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে নিজের হাতে জয় মেহতাকে কেক খাইয়ে দিচ্ছেন অভিনেত্রী।


আরও পড়ুন - Lara Dutta Update: সহ-অভিনেতাদের অদ্ভূত সমস্ত অভ্যাস ফাঁস করলেন লারা দত্ত


ইনস্টাগ্রাম (Juhi Chawla Instagram) হ্যান্ডলে স্বামী জয় মেহতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'শুভ জন্মদিন জয়। তুমি আমাদের কাছে এই পৃথিবীর সমান। আজকের এই বিশেষ দিনে তোমার জন্য রইল এক হাজারটা গাছ।'



ভিডিওতে জুহি চাওলাকে বলতে শোনা যাচ্ছে, 'নিঃসন্দেহে আমার জীবনে জয়ের ভূমিকা অনস্বীকার্য। জয় আমাদের বৃহত্তরভাবে ভাবতে শিখিয়েছে। যখনই আমার পরামর্শ দরকার হয়েছে, আমি জানতাম আমার সবথেকে প্রিয় বন্ধু জয় আমার সঙ্গে রয়েছে। জয়ের জন্য আমি সবকিছু করতে পারি। ওর জন্যই আমার মনটা এত ভালো আছে। যখনই এমনটা হয়েছে যে, পরে কি হতে পারে, তা ভাবতে বসেছি, সবসময় জয় তার দূরদর্শিতায় আমাকে তা দেখিয়েছে। সত্যিই জয় আমার জীবনে আছে। তাই এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমি কৃতজ্ঞ।'