কলকাতা: সদ্য সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ট্রেলার। ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে 'উত্তরণ' (Uttoron)-এর গল্প। আগামী ২৬ জানুয়ারি 'হইচই'-তে মুক্তি পাচ্ছে মধুমিতা সরকার (Madhumita Sarkar), রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta) অভিনীত নতুন এই ওয়েব সিরিজ। সাইবার ক্রাইমের জালে জড়িয়ে একজন সাধারণ গৃহবধূর জীবন তোলপাড় হয়ে যাওয়া আর তারপর লড়াইয়ের গল্পই বলবে 'উত্তরণ'। 


ওয়েব সিরিজে মধুমিতার নাম পর্ণা। কেমন ছিল এই সিরিজে কাজ করার অভিজ্ঞতা? মধুমিতা বলছেন, 'গোটা কাজের অভিজ্ঞতাটা দারুণ আর ভীষণ আকর্ষণীয়। 'উত্তরণ' একটি মেয়ের জীবনের গল্প। কীভাবে একটি খারাপ ঘটনা তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে সেই গল্পই বলবে নতুন এই ওয়েব সিরিজ। আমার মনে হয়, এই গল্পটা প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগত জীবনেও ছুঁয়ে যাবে। কোথাও না কোথাও নিজেদের জীবনের সঙ্গে এই গল্পের মিল খুঁজে পাবেন মানুষ। আমি এই ধরণের কাজের অংশ হতে পেরে ভীষণ খুশি। আমার চরিত্রটা ভীষণ কঠিন, আত্মবিশ্বাসী একটা চরিত্র যে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আর বিভিন্ন সত্যিগুলোকে পর্দায় তুলে আনবে পর্দার চরিত্রটা। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় থেকে শুরু করে গোটা 'উত্তরণ' টিমের কাছে আমি কৃতজ্ঞ এই গোটা যাত্রাটাকে আমার জন্য এতটা বিশেষ আর মনে রাখার মতো করে তোলার জন্য।'


আরও পড়ুন: শ্রীদেবীর পিঠে লেখা 'বনি', পুরনো ছবি ভাইরাল নেট দুনিয়ায়


পর্ণা ও অভি। 'উত্তরণ' সিরিজের দুই প্রধান চরিত্রের নাম। সদ্য মুক্তি পাওয়া ওয়েবসিরিজের ট্রেলারের সিংহভাগ জুড়ে রয়েছে এই দুই চরিত্রই। 'অভি'-র চরিত্রে অভিনয় করছেন রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। কেমন ছিল এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা? এবিপি লাইভকে রাজদীপ বলছেন, 'গল্পটা যখন শুনেছিলাম, মনে হয়েছিল এই ধরণের চরিত্রকে আমি মন থেকে ঘেন্না করি। এখনকার যুগে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রত্যেকেই কম বেশি এর স্বীকার। আমরা সোশ্যাল মিডিয়ায় এক মানুষ আর বাস্তবে সম্পূর্ণ আলাদা। আমরা সোশ্যাল মিডিয়ায় যা বলি, যা লিখি তা কিন্তু করি না। গল্পটা একটা ভিডিও ক্লিপিংস ফাঁস হয়ে যাওয়া নিয়ে। অভি নিজের স্ত্রী পর্ণার খারাপ সময়ে তার পাশে দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি তার কারণ হিসেবে চিত্রনাট্যে একটি অতীতের ঘটনা দেখানো হয়েছে বটে। তবে বাস্তব জীবনে আমার মনে হয় সেই কারণও যথেষ্ট নয়। একজন পুরুষ হিসেবে অভির উচিত ছিল পর্ণার খারাপ সময়ে তাকে আগলে রাখা।'