দেখুন জুহির টুইট
আর যায় কোথায়! হাতের কাছে এত ভাল খোরাক পেয়ে ঝাঁপিয়ে পড়েন টুইটার দুনিয়ার বাসিন্দারা। কেউ প্রশ্ন করেন, তা ম্যাডাম, মুম্বই সুপ্রিম কোর্ট কী বলছে, আবার কেউ জিজ্ঞাসা করছেন, দেশে ঠিক কটা সুপ্রিম কোর্ট আছে দিদি।
দেখুন কিছু নমুনা
জুহি অবশ্য প্রথম নন। ভুলভাল কথা বলায় আলিয়া ভট্টকে ধরা হয় বলিউডে সবার সেরা। রয়েছেন আমিশা প্যাটেল, ফারহান আখতার, অনুষ্কা শর্মা, শাবানা আজমি। বাদ যাননি অমিতাভ বচ্চনও। কথায় কোথাও ভুল পেলেই নির্দয়ভাবে সেলেবদের ট্রোল করে টুইটার।