প্যারিস: তিনি ক্লে কোর্টের সম্রাট। রেকর্ড ১৪ বার জিতেছেন ফরাসি ওপেন (French Open)। টেনিস কোর্টের কিংবদন্তি। তবে ফরাসি ওপেনে অঘটনের শিকার ক্লে কোর্টের সম্রাট।
সোমবার ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে জার্মানির আলেকজান্দার জেরেভের (Alexander Zverev) কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন ১৪ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal)। টুর্নামেন্টের আগে নাদাল বলেছিলেন, এটাই তাঁর শেষ ফরাসি ওপেন হতে চলেছে। যদিও পরে অন্য়রকম ইঙ্গিতও দিয়েছেন রাফা। রবিবারই নাদাল বলেছিলেন, তিনি আরও একবার খেলতে চান ফরাসি ওপেনে। কিন্তু এখন তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। শেষ পর্যন্ত আর একটি ফরাসি ওপেনে নাদালকে দেখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সোমবার ফরাসি ওপেনের ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল হারলেন স্ট্রেট সেটে। তাঁকে ৬-৩, ৭-৬, ৬-৩ হারান টুর্নামেন্টের চতুর্থ বাছাই জেরেভ। সোমবার স্পেনের কিংবদন্তি তথা ২২টি গ্র্যান্ড স্লামের মালিককে অতীতের ছায়া বলে মনে হয়েছে। তিনি যে পুরোপুরি ফিট নন, সেটাও অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে এদিন।
এদিন একটি অন্যরকম নজিরও তৈরি হল ফরাসি ওপেনে। যে কোর্টে খেলে তিনি বিশ্ববন্দিত, সেই ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে এই প্রথম হারলেন ৩৭ বছরের রাফা। ২০০৫-২০১৪ পর্যন্ত ১০ বারের মধ্যে ফরাসি ওপেনে একবার বাদ দিয়ে মোট ৯ বার খেতাব জিতেছিলেন রাফা। এরপর ২০১৭-২০২০ থেকে টানা চারবার চ্যাম্পিয়ন হন রাফা। ২ বছর আগে ২০২২ সালে শেষবার জেতেন ক্লে কোর্টের গ্র্যান্ড স্ল্যাম। সেই স্বপ্নের সফর কি শেষ হল?
চোটের কারণে গত বছর ফরাসি ওপেনে নামতে পারেননি রাফা। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, ২০২৪ সালের টুর্নামেন্টটাই হয়তো তাঁর শেষ ফরাসি ওপেন। তবে সোমবার জেরেভের কাছে হারের পরে নাদালকে বলতে শোনা গিয়েছে, 'আমি ঠিক জানি না এটাই শেষবারের মতো কি না।'
আরও পড়ুন: ট্রফি নিয়ে শাহরুখ-গম্ভীর-শ্রেয়সদের কলকাতায় ঘোরার পরিকল্পনা বাতিল, কিন্তু কেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।