কলকাতা: নেহা কক্কর (Neha Kakkad)-এর মেলবোর্ন কনসার্ট নিয়ে চর্চা তো কম হয়নি। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, বিভিন্ন তত্ত্ব সামনে এসেছে বারে বারে। ঘটনার শুরু হয়েছিল মেলবোর্নের কনসার্টে গিয়ে নেহা কক্করের দেরি করে মঞ্চে ওঠা নিয়ে। সদ্যই মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়েছিলেন নেহা কক্কর। আর সেখানেই ৩ ঘণ্টা দেরি করে মঞ্চে পৌঁছন তিনি। সেই থেকেই শুরু হয় সমস্যা। ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। নেহা মঞ্চে ওঠা মাত্র দর্শকাসন থেকে ওঠে 'গো-ব্যাক' স্লোগান। দর্শকাসন থেকে বলা হয়, 'আপনি হোটেলে গিয়ে বিশ্রাম করুন। এটা অস্ট্রেলিয়া, ভারত নয়।' নেহা পরিস্থিতি সামলাতে না পেরে কেঁদে ফেলেন। তখন দর্শকাসন থেকে আওয়াজ ওঠে, 'নাটকটা ভালই হচ্ছে। কিন্তু এটা ইন্ডিয়ান আইডল নয়।' নেহা এরপরে ছোট করে অনুষ্ঠান করেই মঞ্চ ছাড়েন।
এই ঘটনায় সোশ্যাল মিডিয়াও চূড়ান্ত কটাক্ষ করেন নেহাকে। এর পরে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা চওড়া ব্যাখ্যা দেন নেহা। সোশ্যাল মিডিয়া যখন নেহার কান্নার ও দর্শকদের চিৎকারের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, তখন মুখ খোলেন নেহা। বলেন যে, তাঁকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল, সেই পরিস্থিতিতে দেরি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেউ একবারও তাঁকে প্রশ্ন করেনি কেন নেহার দেরি হয়েছে। দেরি হওয়ার কারণ বলতে গিয়ে, সমস্ত দায় আয়োজক সংস্থার ঘাড়েই চাপিয়েছিলেন নেহা। তিনি বলেছিলেন আয়োজক সংস্থা টাকা নিয়ে চম্পট দিয়েছিল, সেই কারণেই তিনি মেলবোর্নে বিনামূল্যে অনুষ্ঠান করেছেন। এখানেই শেষ নয়, নেহা আরও জানিয়েছিলেন যে, তাঁদের থাকবার জন্য ঘর, খাবার, জলটুকু পর্যন্ত দেওয়া হয়নি আয়োজক সংস্থার তরফ থেকে। বিনামূল্যে কাজ করতে হবে শুনে নাকি রাজিই ছিলেন না অনেকে। সবাইকে বুঝিয়ে, অনেক কষ্ট করে, সাউন্ড চেক করার পরে নেহা অবশেষে পারফর্ম করতে ওঠেন। এটাই তাঁর দেরি হওয়ার কারণ।
নেহার এই দাবির পরে মুখ খুলেছিলেন আয়োজক সংস্থা। তাঁদের দাবি একেবারেই উল্টো। তারা জানিয়েছেন, লাভ তো দূরঅস্ত, মেলবোর্নে নেহাকে শো করতে ডেকে বড় ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। মেলবোর্নে ওই অনুষ্ঠানের আয়োজক সংস্থা বিটস প্রোডাকশনের দাবি, নেহার জন্য ৪.৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। তাই টাকা পাওয়ার বদলে উল্টে গায়িকারই উচিত আয়োজকদের টাকা ফেরত দেওয়া। টাকা নিয়ে পালানোর অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়ে তাঁরা লাভ ক্ষতির হিসেব দিয়েছেন। দেখিয়েছেন, নেহার জন্য ঠিক কতটা ক্ষতির সম্মূখীন হয়েছেন তাঁরা। মেলবোর্নের ওই সংস্থার তরফ থেকে যে লাভ ক্ষতির হিসেব দেখানো হয়েছে, সেখানে নেহাকে 'অপেশাদার' তকমা দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, নেহা এমন অনেক আচরণ করেছেন যা অস্ট্রেলিয়ায় নিয়ম বহির্ভূত। কেবল নেহা নয়, সিডনি এবং মেলবোর্নের ক্রাউন টাওয়ারে আয়োজক সংস্থাটিকেই নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছে ওই সংস্থা। কারণ, নিষেধাজ্ঞা সত্ত্বেও নেহা সেখানে ধূমপান করেছিলেন। অস্ট্রেলিয়ায় কঠোর ভাবে নিষিদ্ধ প্রকাশ্যে ধূমপান।
আর এবার আয়োজক সংস্থা প্রকাশ্যে আনল আরও এক তথ্য। তাঁরা জানিয়েছেন নেহা যে দাবি করেছিলেন, তাতে কোনও সত্যতা নেই। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, আয়োজক কোম্পানির সঙ্গে নেহার দুটি শো-এর চুক্তি ছিল। একটি সিডনিতে ও একটি মেলবোর্নে। সিডনির শো-টিতে ১২০০ থেকে ১৫০০ জন জনসমাগম হয়েছিল। সেই শো-টি ভালভাবেই যায়। তবে এরপরেই সিডনির শো। সেই শো-এ লোক হয়েছিল ৭০০ জন। এই কথা নেহার কানে আসতেই তিনি বেশ বিরক্ত হন। নেহা দাবি করেন, মাত্র ৭০০ লোকের সামনে তিনি মোটেই পারফর্ম করতে রাজি নন। স্টেডিয়াম না ভরলে তিনি পারফর্ম করবেন না। আর সেই কারণেই নেহা ইচ্ছাকৃতভাবে ৩ ঘণ্টা দেরি করেন। এই তথ্য প্রকাশ্যে আনতেই নেহার ওপর নতুন করে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই।