‘কাবিল’: নতুন পোস্টারে আনন্দে উজ্জ্বল হৃতিক-ইয়ামি!
ABP Ananda, Web Desk | 19 Dec 2016 11:39 AM (IST)
মুম্বই: মুক্তি পেল ‘কাবিল’-এর নয়া পোস্টার। হৃতিক রোশন সেটি প্রকাশ করেছেন টুইটারে সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ প্রযোজনা করছেন রাকেশ রোশন। প্রেমিকার অপমানের প্রতিশোধ নিতে উন্মুখ এক দৃষ্টিহীন মানুষের কথা বলা হয়েছে এতে। ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘কাবিল’। চলুন, দেখা যাক, ছবিটির ট্রেলার