ট্রেন্ডিং

বড়পর্দায় সাহিত্যের গল্প, সঙ্গে ভৌতিক ছোঁয়া! 'ভূতপূর্ব'-তে থাকছে কী কী চমক?

এপিজে আবদুল কালামের জীবন এবার বড়পর্দায়, নামভূমিকায় থাকছেন ধনুশ

'দেশের সম্মানের আগে টাকা নয়..', তুরস্ক সফর বাতিল করে সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ

পর্দায় তিনি 'হ্যালো স্যার..', এবার থিয়েটারের মঞ্চে মুখ্যচরিত্রে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক!

'এক ঐতিহাসিক জয়'.. ৩১ বছরের পুরনো স্মৃতি ফিরে দেখলেন সুস্মিতা সেন
ছোটদের শিক্ষার কথা বলতে গেলে কোনও রাজনৈতিক দল করতে হবে কেন? প্রশ্ন সৌরভ পালোধির
এক সঙ্গে মুক্তি পাচ্ছে না ‘কাবিল’ আর ‘রইস’, একদিন এগিয়ে এল হৃতিকের ছবি রিলিজ
Continues below advertisement

মুম্বই: ২৬ জানুয়ারি নয়, ২৫ জানুয়ারি মুক্তি পাবে হৃতিক রোশনের ‘কাবিল’। নির্মাতারা ঘোষণা করেছেন, ২৫ তারিখ সন্ধেয় ছবিটি মুক্তি পাবে। অর্থাৎ, শাহরুখ খানের ‘রইস’-এর সঙ্গে একইদিনে ছবিটি মুক্তি পাচ্ছে না।
আগে ঠিক ছিল ‘কাবিল’ আর ‘রইস’-দুটি ছবিই মুক্তি পাবে প্রজাতন্ত্র দিবস। ফলে হৃতিক রোশন-ইয়ামি গৌতমের ছবির সঙ্গে শাহরুখ খান-নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবির বক্স অফিস সংঘর্ষ অনিবার্য ছিল। দুটিই বড় হাউসের ছবি হওয়ায় দুটি নিয়েই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ফলে একদিনে মুক্তি পেলে দুটি ছবির বাজারই ক্ষতিগ্রস্ত হতে পারত। সম্ভবত সে কথা মাথায় রেখে ‘কাবিল’ নির্মাতারা ছবি মুক্তি এদিন এগিয়ে এনেছেন।
রোশনদের হোম ব্যানার ফিল্মক্র্যাফ্ট প্রোডাকশনস তৈরি করেছে ‘কাবিল’। প্রযোজনা করেছেন হৃতিকের বাবা রাকেশ রোশন, পরিচালনায় সঞ্জয় গুপ্ত।
রাকেশ রোশনও টুইটারে জানিয়েছেন, একদিন এগিয়ে এসেছে ছবি মুক্তি।
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে