মুম্বই: ২৬ জানুয়ারি নয়, ২৫ জানুয়ারি মুক্তি পাবে হৃতিক রোশনের ‘কাবিল’। নির্মাতারা ঘোষণা করেছেন, ২৫ তারিখ সন্ধেয় ছবিটি মুক্তি পাবে। অর্থাৎ, শাহরুখ খানের ‘রইস’-এর সঙ্গে একইদিনে ছবিটি মুক্তি পাচ্ছে না।

আগে ঠিক ছিল ‘কাবিল’ আর ‘রইস’-দুটি ছবিই মুক্তি পাবে প্রজাতন্ত্র দিবস। ফলে হৃতিক রোশন-ইয়ামি গৌতমের ছবির সঙ্গে শাহরুখ খান-নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবির বক্স অফিস সংঘর্ষ অনিবার্য ছিল। দুটিই বড় হাউসের ছবি হওয়ায় দুটি নিয়েই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ফলে একদিনে মুক্তি পেলে দুটি ছবির বাজারই ক্ষতিগ্রস্ত হতে পারত। সম্ভবত সে কথা মাথায় রেখে ‘কাবিল’ নির্মাতারা ছবি মুক্তি এদিন এগিয়ে এনেছেন।




রোশনদের হোম ব্যানার ফিল্মক্র্যাফ্ট প্রোডাকশনস তৈরি করেছে ‘কাবিল’। প্রযোজনা করেছেন হৃতিকের বাবা রাকেশ রোশন, পরিচালনায় সঞ্জয় গুপ্ত।

রাকেশ রোশনও টুইটারে জানিয়েছেন, একদিন এগিয়ে এসেছে ছবি মুক্তি।