নিউ ইয়র্কের লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র আদার কর্ণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল-এর সেটে হাতে কলমে কাজ করেছেন। শোনা যাচ্ছে, পরিচালক হাবিব ফয়জলের রোমান্টিক ড্রামায় তাঁকে লঞ্চ করতে পারেন আদিত্য চোপড়া। আদারের ওপর একটি ভিডিও তুলে সেটি আদিত্যকে দেখান কাস্টিং ডিরেক্টর শানু শর্মা। তাঁর দাবি, আদারের মধ্যে শশী কপূরের এনার্জি রয়েছে। সেই ভিডিও দেখে আদিত্যও আদারকে পছন্দ করেন তাঁর নয়া ছবির নায়ক হিসেবে। রণবীর কপূরের বোন রিদ্ধিমাও সোশ্যাল মিডিয়ায় কনগ্র্যাচুলেট করেছেন ছোট ভাইকে। এবার বলিউডে আসছেন রাজ কপূরের দৌহিত্র আদার জৈন
ABP Ananda, Web Desk | 03 Dec 2016 11:03 AM (IST)
মুম্বই: করিশমা, করিনা, রণবীরের পর বিখ্যাত কপূর পরিবারের পরবর্তী প্রজন্ম এবার বলিউডে পা রাখতে তৈরি। রাজ কপূরের মেয়ে রীমা জৈনের ছেলে আদার জৈনকে লঞ্চ প্যাড দিচ্ছেন স্বয়ং আদিত্য চোপড়া। দিদি করিশমা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক সংবাদপত্রের আর্টিকল শেয়ার করেছেন এ ব্যাপারে।