চেন্নাই: ভোর চারটে। ভোরের আলো তখনও ঠিক মতো করে প্রকাশ পায়নি। কিন্তু, চেন্নাইয়ে মেরিনা বিচের অনতিদূরে সিনেমা হলের বাইরে তখন তিল ধারণের জায়গা নেই। সামনে বিশাল কাটআউট তাঁদের প্রিয়তম রজনীকান্তের। আর তাতেই দুধ ঢেলে স্নান করাচ্ছেন অভিনেতার কয়েক অগণিত ভক্তকূল। মুক্তি পেয়েছে ‘কাবালি’।
দক্ষিণের চেন্নাইয়ে ভোর চারটে হোক বা পশ্চিমের মুম্বইতে সকাল ছ’টা। ভিড় সামলাতে রজনীকান্তের ছবি ‘কাবালি’ অনেক জায়গাতেই মুক্তি পেয়েছে এমন সময়ে। তাতেও উপচে পড়েছে ভিড়। ‘কাবালি’ ঢেউ আছড়ে পড়েছে রূপোলি পর্দায়। সিনেমা হলের বাইরে লম্বা ভিড়। টিকিটের জন্য হাহাকার। টিকিট না পেয়ে বিক্ষোভ। আবার প্রিয় নায়কের জন্য আতসবাজি পুড়িয়ে উল্লাস।
মুক্তির দিনই ‘কাবালি’ দেখতে লন্ডন, জাপানের ওসাকা থেকেও উড়ে এসেছেন রজনী ভক্তরা। সারা বিশ্বে মোট ৫ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবিটি। শুধুমাত্র তামিলনাড়ুতেই এক হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কাবালি’। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ব্রিটেন, মালয়েশিয়া-সিঙ্গাপুরেও রজনী-ভক্তদের ঢল নেমে এসেছে।
অভিনেতার গত দুটি ছবি ‘কোচাদাইয়াঁ’ এবং ‘লিঙ্গা’ তেমন ব্যবসা করতে পারেনি। সেই বিষয়টিকে মাথায় রেখে বহু জায়গায় ছবির সাফল্য কামনায় পুজো-যজ্ঞে মেতে উঠেছেন ভক্তরা। তাঁদের সকলের মুখে মুখে ছবির বিভিন্ন ডায়লগ অনর্গল শোনা যাচ্ছে। অনেকে, এদিন পরপর শোয়ের টিকিট কেটে রেখেছিলেন। যাতে বারবার দেখতে পারেন তাঁদের প্রিয় তারকাকে। জানা গিয়েছে, বহু ভক্ত এমনকী ফ্যান-ক্লাব থেকে শুরু করে কর্পোরেট সংস্থা বিপুল পরিমাণ টিকিট তুলে রেখেছে।
তামিল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ছবিটি হিন্দি, তেলুগুতেও মুক্তি পেয়েছে। খবরে প্রকাশ, চেন্নাই ছাড়াও মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং কেরলের বিভিন্ন শহরে প্রথম দিনেই হাউসফুল ‘কাবালি’। ‘কাবালি’ মুক্তি উপলক্ষে এরমধ্যেই চেন্নাই জুড়ে ছুটি ঘোষণা করেছে বেসরকারি সংস্থাগুলি।
মুক্তি পাওয়ার আগেই ‘কাবালি’ প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করেছে বলে দাবি নির্মাতা প্রযোজক সংস্থার। আগামী কয়েক সপ্তাহের জন্য সব টিকিট নিঃশেষিত। তাদের আশা, যাবতীয় রেকর্ড ভাঙার পথে ‘কাবালি’।
রজনী-ভক্তদের কথা মাথায় রেখে বিষয়টিকে হাতিয়ার করে অভিনব উদ্যোগ নিয়েছে বিভিন্ন সংস্থা। যেমন, এয়ার এশিয়া বিমান সংস্থার তরফ থেকে রজনী-ভক্তদের জন্য বেঙ্গালুরু থেকে চেন্নাই বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়।
এদিকে, মুক্তির আগেই ছবিটি ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ায় বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি)-দের ওই লিঙ্কগুলি নষ্ট করে দেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।
ভক্তকূলের উন্মাদনার মধ্যেই মুক্তি পেল রজনীকান্তের ‘কাবালি’
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jul 2016 01:42 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -