মুম্বই: ‘করণ-অর্জুন’ সিনেমায় শেষবার বলিউডের দুই খান তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর শাহরুখ ও সলমন খানকে ফের একসঙ্গে দেখা যেতে পারে। এমনই জল্পনা ছড়িয়েছিল টিনসেল টাউনে। সলমনের ‘টিউবলাইট’-এ শাহরুখকে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে ববে গুঞ্জন ছড়িয়েছিল। সিনেমায় বিশেষ ভূমিকায় অভিনয়ের ব্যাপারে ‘ফ্যান’-এর অভিনেতাকে প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা যায়।  কিন্তু পরিচালক কবীর খান এই জল্পনাকে গুজব বলে খারিজ করে দিয়েছেন। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে কবীর বলেছেন, এটা একেবারেই গুজব। এরকম কিছু হলে তিনি অবশ্যই জানাবেন।

উল্লেখ্য, কবীর-সলমন জুটির তৃতীয় উপস্থাপনা ‘টিউবলাইট’। এর আগে কবীর পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘এক থা টাইগার’-এ প্রধান ভূমিকায় দেখা গিয়েছে ‘দাবাং’ খানকে। ‘টিউবলাইট’-এ দেখা যাবে চিনা অভিনেত্রী ঝু ঝুকেও। আগামী বছরের ইদে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা।