মুম্বই: 'বজরঙ্গী ভাইজান'। পরিচালক কবীর খানের এই ছবি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। তার সঙ্গে দর্শকদেরও মন জিতে নেয়। ছবি মুক্তির পর পেরিয়ে গিয়েছে বেশ কয়েক বছর। তাতেও ছবির জনপ্রিয়তায় এতটুকুও ঘাটতি পড়েনি। শোনা যাচ্ছে, এবার আসতে চলেছে 'বজরঙ্গী ভাইজান' ছবির সিক্যুয়েল। তার আর সলমন খান অভিনীত ওই ছবিকে নিয়ে নানা স্মৃতিচারণা করলেন পরিচালক কবীর খান। সুপারহিট ছবির তৈরির পিছনের অজানা অনেক গল্প শেয়ার করলেন।


'বজরঙ্গী ভাইজান' তৈরির পিছনের অজানা গল্প শেয়ার করলেন কবীর খান-


বলিউডে বহু ছবিই পরিচালনা করেছেন কবীর খান। 'কাবুল এক্সপ্রেস', 'নিউ ইয়র্ক'-এর মতো ছবি পরিচালনা করেন তিনি। কিন্তু তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 'বজরঙ্গী ভাইজান'। ডকুমেন্ট্রি ছবি দিয়ে কেরিয়ার শুরু করা কবীর খান জানালেন, 'বজরঙ্গী ভাইজান' ছবিতে মুন্নি চরিত্রটির জন্য অভিনেতা খুঁজতে তাঁর কী কালঘাম ছোটে। তাঁর আশঙ্কা ছিল যে, ভুল শিল্পী নির্বাচন গোটা ছবিটাকে ব্যর্থ করে দিতে পারে। কবীর খান বলছেন, 'এতবছর পর, 'বজরঙ্গী ভাইজান' ছবি তৈরির গল্প নিয়ে কথা বলতে বসলে অবশ্যই বলতে হবে মুন্নি চরিত্রটি নির্বাচন। ওই চরিত্রে কে অভিনয় করবে, তা ঠিক করতে আমাদের রীতিমতো কালঘাম ছুটে গিয়েছিল। ছবির স্ক্রিপ্ট লেখা হয়ে যাওয়ার পর 'মুন্নি' চরিত্রে সঠিক শিশুশিল্পী নির্বাচন করা আমাদের কাছে চ্যালেঞ্জের হয়ে গিয়েছিল। যদি আমরা সঠিক শিশুশিল্পী নির্বাচন করতে না পারতাম, তাহলে ছবিটা এত সাফল্য পেত না, যা আজ পাচ্ছে। ছবিটা তৈরির আগে আমি আমার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার সঙ্গে কথা বলি। '


আরও পড়ুন - Tamannaah Bhatia: বিয়ে করছেন তামান্না ভাটিয়া? পরিচয় করালেন হবু ব্যবসায়ী স্বামীর সঙ্গে


তিনি আরও বলেন, 'আমরা মুন্নি চরিত্রর জন্য অনেক অডিশন নিয়েছিলাম। প্রায় ৬ থেকে ৭ বছর বয়সী প্রায় ২ হাজার জন অডিশন দেয় এই চরিত্রের জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের মধ্যে থেকে ১০জনকে বেছে নেওয়া হয়। তাঁদের সবাইকে মুম্বই নিয়ে এসে এক মাস ধরে ওয়ার্কশপ করানো হয়।  অত ট্যালেন্টের মধ্যে থেকে এতজনকে বেছে নেওয়ার কাজ আমাদের জন্য বেশ কঠিন ছিল। যার এক্সপ্রেশন ঠিক থাকবে, লুকও সঠিক হবে। আমারা ঠিক যেমনটা চাইছিলাম, চরিত্র অনুযায়ী তেমনটা মিলে যাওয়ার অপেক্ষায় ছিলাম। তারপর শেষে গিয়ে আমরা হর্ষালি মলহোত্রকে বেছে নিই। পর্দায় যে এককথায় যেন ম্যাজিক দেখিয়েছিল। আর সলমনের সঙ্গে ওর রসায়নও ছিল দুর্দান্ত। আমার মনে আছে সলমনের বাড়িতে প্রথম ওকে নিয়ে যাই। অসাধারণ ছিল সেই দিনটা। আর বাকি পর্দার রসায়ন ওদের যা ছিল, তা প্রমাণ করে দিয়েছেন দর্শকেরা।'