কলকাতা: 'কাবুলিওয়ালা' শব্দটা শুনলেই আপামর বাঙালির চোখে যে ছবিটি ভেসে ওঠে, সেটি ছবি বিশ্বাসের (Chobi Biswas)। সেই চরিত্রে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-কে বাঙালি মেনে নেবেন তো? ছবির ঘোষণা থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল অনেকের মনেই। ইতিমধ্য়েই প্রকাশ পেয়েছে ছবির লুক। আর এবার মুক্তি পেল এসভিএফ ও জিও স্টুডিও (SVF and Jio Studio)-র প্রযোজনার নতুন ছবি 'কাবুলিওয়ালা'-র ট্রেলার। 


আজ মুক্তি পাওয়া ছবির ট্রেলার যেন একরাশ নস্ট্যালজিয়া। সেখানে যেমন রইল আইকনিক বেশ কিছু পুরনো সংলাপ-দৃশ্য.. তেমনই দেখা গেল নতুন কিছু সংযোজনও। রয়েছে বেশ কিছু গান ও কোর্টরুমের দৃশ্য যেগুলো বেশ কিছুটা নতুন লাগতে পারে দর্শকদের। নতুন এই ছবি মুক্তি পাবে ক্রিসমাসে। এই ছবিতে, মিনির মা স্নেহলতার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার (Sohini Sarkar)-কে। মিনির বাবা অর্থাৎ অরবিন্দের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে। চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। শীতের ছুটিতে সাহিত্য আর বিনোদনের মেলবন্ধনকে উপভোগ করতে তৈরি অনুরাগীরা। 


কাবুলিওয়ালার গল্প কমবেশি সবারই জানা। 'এসভিএফ এন্টারটেনমেন্ট' প্রযোজিত, 'জিও স্টুডিওজ' ও 'এসভিএফ এন্টারটেনমেন্ট' নিবেদিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'কাবুলিওয়ালা' অবলম্বনে ফের স্মৃতি রোমন্থন হতে চলেছে বাঙালি দর্শকের। ছোটবেলার স্মৃতিরা ফের ফিরে পাক জীবন, সেই প্রচেষ্টাতেই পরিচালক সুমন ঘোষ আনছেন 'কাবুলিওয়ালা'। 


এই ছবি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য, অনুভূতি ভাগ করে নিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দিচ্ছে এই ছবি। অনেকে মুগ্ধ তৎকালীন সময়ের প্রেক্ষাপটের ছবিতে। তবে কেবলমাত্র নস্ট্যালজিয়াই নয়, আবিরের সংলাপে রয়েছে দেশ, ধর্ম, জাতপাতের উর্ধ্বে উঠে মানুষকে চেনার বার্তাও। দেবের নতুন ছবি 'প্রধান'-এর সঙ্গেই মুক্তি পাচ্ছে এই ছবি। একদিকে কমার্শিয়াল ছবি বনাম একরাশ নস্ট্যালজিয়ার লড়াই বক্সঅফিসে। 


 






আরও পড়ুন: Pradhan Trailer: পুলিশকে নিয়ে চিরাচরিত ধারণা বদলে দেবেন দেব! অভিনেতার 'প্রধান' লক্ষ্য কী?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।