কলকাতা: একেবারে শুরু থেকে শেষ অবধি ঘটনার ঘনঘটা, পরতে পরতে কমার্শিয়াল ছবির রসদ..  আজ মুক্তি পাওয়া 'প্রধান' (Pradhan)-এর ট্রেলারে যেমন রইল গল্পের আভাস, তেমনই রইল অ্যাকশন, বন্ধুত্ব ও আদর্শের লড়াই। দেব (Dev), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), মমতা শঙ্কর (Mamata Shankar), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee) অভিনীত এই ছবির ট্রেলারে মুক্তির পরেই চর্চায় এসেছে বিভিন্ন বিষয়ের জন্য। 


এই ছবিতে দেবের চরিত্রের নাম হয়েছে দীপক প্রধান। একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। দেবের মতোই একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সোহম। ট্রেলারে সোহমকে দেখা গেল দেবকে দাদা বলে সম্বোধন করতে.. যেন তাঁরই আদর্শে দিক্ষীত তিনি। অন্যদিকে পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন একজন শিক্ষকের, যাঁর কাছে সবচেয়ে বড় হল আদর্শ। মমতাশঙ্কর রয়েছেন তাঁর স্ত্রী-এর ভূমিকায়। ছেলের কাছ থেকে অপমানিত হয়ে নিজেরাই জীবন চালানোর সিদ্ধান্ত নেন তাঁরা। তবে পদে পদে বাধা আসতে থাকে। 


বৃদ্ধ শিক্ষক পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্কুলে হামলা চালানো থেকে শুরু করে তাঁকে হুমকি দেওয়া... বিভিন্ন বাধা-বিপত্তি এসে উপস্থিত হয়। আর এই পরিস্থিতিতেই ধর্মপুরে বদলি হয়ে আসেন দীপক প্রধান। একজন সৎ চরিত্রের পুলিশ অফিসার। সমস্ত বেআইনি কাজকর্ম রুখতে যেন বদ্ধপরিকর তিনি। ছবির পর্দায় গা শিরশিরে ভিলেনকে যখন নায়ক শায়েস্তা করে.. তখন দর্শকদের মনেও যেন এক অনাবিল আনন্দ হয়। ওই কয়েক ঘণ্টায় মানুষ বিশ্বাস করতে শুরু করেন, অন্যায়ের ওপর ন্যায়ের জয় হয় সবসময়। কিছুটা এই অনুভূতিই দেবে প্রধান-এর ট্রেলার। 


এই ছবির ট্রেলার শুরু হয়েছে সৌমিতৃষা ও দেবের সমীকরণ দিয়ে। এই প্রথম বড়পর্দায় পা রাখছেন সৌমিতৃষা ও দেবের বিপরীতে। এই ছবির নিয়ে তাই 'মিঠাই'  অনুরাগীদেও এক আলাদা উন্মাদনা রয়েছে। ট্রেলারে দেব ও সৌমিতৃষার যে মিষ্টি সমীকরণ দেখা গিয়েছে, তাতে দর্শকেরা আরও উৎগ্রীব এই জুটিকে বড়পর্দায় দেখার জন্য। সব মিলিয়ে 'প্রধান'-এর ট্রেলার বেশ আশা জাগাচ্ছে এ কথা বলাই যায়। তবে বক্সঅফিসে তা কতটা ছাপ ফেলবে সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে ক্রিসমাসের ছুটি পর্যন্ত। 



আরও পড়ুন: New Bengali Serial: 'তুঁতে'-কে সরিয়ে আসছে সুস্মিতার নতুন ধারাবাহিক, এবার টক্কর 'জগদ্ধাত্রী'-র সঙ্গে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।