কলকাতা: 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁ..চা বাদাম' (Kancha Badam)। গত বেশ কয়েক মাস ধরে এই গানেই দুলছে নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়া খুললেই নানা জায়গা থেকে চোখে পড়ছে এই গানের তৈরি ভিডিও। বাদাম বিক্রি করতে করতে নিতান্তই নিজের মনে গান বেঁধেছিলেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তাঁর সেই গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেউ। আর রাতারাতি তাঁর 'বাদাম গান' জনপ্রিয় হয়ে ওঠে। শুধু গানই নয়, জনপ্রিয় হয়ে ওঠেন ভুবন বাদ্যকরও। বাংলার গণ্ডী পেরিয়ে সুদূর দক্ষিণ আফ্রিকার ইন্টারনেট সেনসেশন কিলি পলও (Kili Paul) এই গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করেছেন। এবার এই ইন্টারনেট সেনসেশন আসতে চলেছেন জনপ্রিয় কুইজ শো 'দাদাগিরি'তে (Dadagiri)।


আরও পড়ুন - Kartik Aaryan: ফের প্রেমে পড়েছেন কার্তিক আরিয়ান, ভালোবাসার নাম জানিয়ে দিলেন ছবি


প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঞ্চালিত কুইজ শো 'দাদাগিরি' অন্যান্য সিজনের মতো চলতি নবম সিজনও জমে উঠেছে। এবার 'দাদাগিরি'র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে 'কাঁচা বাদাম' গানের স্রষ্টা ভুবন বাদ্যকরকে। শোনা যাচ্ছে তেমনটাই। সূত্রের খবর, 'দাদাগিরি'র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনা সামনি গানও শোনাতে দেখা যাবে ভুবন বাদ্যকরকে।



প্রসঙ্গত, ভুবন বাদ্যকর আদতে একেবারেই সাধারণ একজন বাদাম বিক্রেতা ছিলেন। গান গেয়ে গেয়ে তিনি বাদাম বিক্রি করতেন। আচমকাই তাঁর তৈরি করা 'কাঁচা বাদাম' গানটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। দেশের তো বটেই, বাংলাদেশ থেকেও বহু মানুষ এসে তাঁর সঙ্গে দেখা করেছেন। নেট দুনিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে 'কাঁচা বাদাম' গান। সাধারণ মানুষ থেকে তারকারা, প্রত্যেকেকেই দেখা যাচ্ছে এই গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে। কিলি পলের পর সম্প্রতি বলিউড মডেল অভিনেত্রী উরফি জাভেদও এই গানে রিল তৈরি করেছেন। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে 'দাদাগিরি'র মঞ্চে এসে দর্শককে কতটা মাতাতে পারেন ভুবন বাদ্যকর, তা দেখার অপেক্ষায়।