মুম্বই: সরাসরি শাহরুখ খান বা সামনেই মুক্তি পেতে চলা তাঁর ছবি ‘রইস’-এর নাম না করেই কিং খানকে কটাক্ষ কৈলাশ বিজয়বর্গীয়র? বিজেপির জাতীয় সাধারণ সম্পাদকের ট্যুইট ঘিরে এমনই জল্পনা চলছে। ট্যুইটে তিনি বলেছেন, যে রইস নিজের দেশের উপকারে লাগেন না, তিনি কাজেরই নন। আমাদের সবারই ‘কাবিল’ (যোগ্য) দেশপ্রেমিককে সমর্থন করা উচিত। এতেই জল্পনা চলছে, বিজয়বর্গীয় ঘুরিয়ে কিং খানকে নিশানা করেছেন, হৃত্বিক রোশন অভিনীত ‘কাবিল’-কে সমর্থন করছেন।


প্রথম থেকেই বিতর্কে জড়িয়েছে শাহরুখের নতুন ছবিটি। উরির হামলার পর রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবিতে কেন পাকিস্তানি শিল্পী মাহিরা খানকে রাখা হল, সেই প্রশ্ন উঠেছে। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বলিউডে পাক কলাকুশলীদের নিষিদ্ধ করার পর করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল মুক্তি পেয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে। এবার ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘রইস’ ও ‘কাবিল’। ছবিতে মাহিরা থাকায় রইস-এর রিলিজের আগে যাতে কোনও ঝামেলা না হয়, সেজন্য ইতিমধ্যে এমএনএস সভাপতির সঙ্গে দেখা করে নিয়েছেন শাহরুখ।