নয়াদিল্লি: বোন নিশার জন্মদিনে বিশেষ পোস্ট করলেন অভিনেত্রী কাজল অগ্রবাল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি, লিখলেন আবেগঘন পোস্ট।


তাঁর বিয়ের একাধিক অদেখা ছবি পোস্ট করে অভিনেত্রী কাজল অগ্রবাল শুভেচ্ছা জানালেন বোন নিশাকে। বার্থডে নোটে লেখেন, 'আমার চেনা সবচেয়ে সুন্দর, দয়ালু মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা - এমন একজনকে আমার বোন বলতে গর্ববোধ হয়। তোমার মনে সবসময় ভালবাসায় ভরে থাক, সুস্থ থাকো, আরামে থাকো। তোমাকে ভালবাসি।' 


 






সুন্দর ছবিগুলি থেকে চোখ সরাতে ইচ্ছে করবে না আপনাদের। এছাড়া বোনের সঙ্গে একটি ফ্যামিলি ফটোগ্রাফও পোস্ট করেন তিনি। 


আরও পড়ুন: শ্রেয়া ঘোষাল পোস্ট করলেন 'সিডনাজ'-এর শেষ গান 'অধুরা'-এর প্রথম পোস্টার


আরও পড়ুন: প্রচুর উপহার, কেক, কার্ড, ফুল, জন্মদিনের আয়োজনে আপ্লুত উষসী


আরও পড়ুন: মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে ইউভান! ভিডিও ভাগ করে নিলেন শুভশ্রী




সম্প্রতি ফের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী কাজল অগ্রবাল। কাজল ও তাঁর স্বামী গৌতম কিচলু আপাতত প্রথম সন্তানকে জন্ম দেওয়ার অপেক্ষায় রয়েছেন। যদিও এই ব্যাপারে অফিসিয়ালি কোনও কথা দম্পতি নিজেরা জানাননি।