কাজলের 'পেয়ার তো হোনা হি থা' ছবিতে নায়িকার প্রেমিক ছিলেন ইনি, তাঁকে এখন কেমন দেখতে হয়েছে দেখুন, কী করছেন তিনি
কাজলের সঙ্গে ‘পেয়ার তো হোনা হি থা’ ছবিতে অভিনয় করেছিলেন। সেখানে অভিনেত্রীর প্রেমিকের ভূমিকায় ছিলেন এই বিজয় আনন্দ। কিন্তু ওই ছবির পরই গ্ল্যামার জগতকে বাই বাই করে দেন বিজয়।
মাঝে অল্প সময়ের জন্যে ছটোপর্দায় ফিরে এলেও, আবার তিনি যোগী জীবনে ফিরে গিয়েছেন। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম, টুইটার
তিনি বিয়ে করেছেন সোনালি খারে নামের এক মহিলাকে। তাঁদের একটি মেয়েও রয়েছে।
বিজয় ওই সাক্ষাতকারেই বলেন, আমি দারিদ্র, লড়াই, সাফল্য, অভিনেতা হওয়া সবই দেখেছি। কিন্তু যখন আমি অভিনেতা হয়ে গেলাম,তখন উপলব্ধি করি এগুলো কোনওটাই আসলে কিছুই না, সব কিছুই অর্থহীন।
তারপর তিনি আধ্যাত্মিক জগতের প্রতি আকৃষ্ট হয়ে যান। কুণ্ডালিনী যোগ নিয়ে শিক্ষাদান শুরু করেন এই বিজয়।
কিন্তু ‘পেয়ার তো হোনা হি থা’ হিট হওয়ার পরই তিনি একসঙ্গে ২২টি ছবির অফার পান।
বিজয় এক সাক্ষাতকারে বলেছিলেন, ছবির দুনিয়ায় সাফল্য পেতে তাঁকে বিশাল পরিশ্রম করতে হয়েছে
এখন তাঁকে কেমন দেখতে হয়েছে দেখুন