মুম্বই: ২৫ বছর আগের এক ৩১ জুলাই তাঁকে প্রথম দেখেছিল বলিউড। তারপর থেকে বড় পর্দা মাতিয়ে চলেছেন সেই কৃষ্ণা বাঙালিনী। কেরিয়ারের শীর্ষে থাকতে থাকতে বিয়ে করে সংসার শুরু। ২ সন্তানের জন্মের পর ছবি খুব একটা করেনই না। তবু তাঁর জন্য এখনও মুখিয়ে থাকেন দর্শকরা, অপেক্ষায় থাকে বলিউড। ২৫ বছর আগের সেই কিশোরীবেলার ছবি কাজল শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।



তাঁর প্রথম ছবি বেখুদি, কমল সাদানার সঙ্গে। ছবি সুপার ফ্লপ, বলিউড থেকে বাদ পড়ে যান কমলও। কিন্তু বাদ পড়েননি কাজল। মাধুরী দীক্ষিত, জুহি চাওলাদের মত চোখ ধাঁধানো সুন্দরীদের মধ্যে সাধারণ চেহারার কালো মেয়েটি জায়গা করে নেন শুধু অভিনয়ের গুণে। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এই ছবিটিও, বাবা প্রয়াত সোমু মুখোপাধ্যায় ও মা তনুজার সঙ্গে।



আর এই ছবি এখনকার কাজলের। বয়স বেড়েছে, বেড়েছে গ্ল্যামার। কাজল এখনও চিরন্তনী।