তাঁর প্রথম ছবি বেখুদি, কমল সাদানার সঙ্গে। ছবি সুপার ফ্লপ, বলিউড থেকে বাদ পড়ে যান কমলও। কিন্তু বাদ পড়েননি কাজল। মাধুরী দীক্ষিত, জুহি চাওলাদের মত চোখ ধাঁধানো সুন্দরীদের মধ্যে সাধারণ চেহারার কালো মেয়েটি জায়গা করে নেন শুধু অভিনয়ের গুণে। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এই ছবিটিও, বাবা প্রয়াত সোমু মুখোপাধ্যায় ও মা তনুজার সঙ্গে।
আর এই ছবি এখনকার কাজলের। বয়স বেড়েছে, বেড়েছে গ্ল্যামার। কাজল এখনও চিরন্তনী।