কলকাতা: ছোট্ট হাতে যেন অনেক দায়িত্ব। আর সেই দায়িত্ব সামলাতে খুদের পাশে রয়েছেন মা। মুম্বইয়ের দুর্গাপুজোয় এক্কেবারে ঘরের মেয়ে বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। ছেলেকে পুজোর দায়িত্ব শেখাতে নায়িকাও আর পাঁচটা মায়ের মতোই দায়িত্বশীল। 


মুম্বইতে কাজলের বাড়ির পুজো নাম করা। নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো বলে যেটি পরিচিত, তা আসলে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো। কাজল, রানি মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায়, শর্বাণী মুখোপাধ্যায়ের মতো তারকা-অভিনেতা-পরিচালক এই পরিবারের সদস্য। সারা বছর যেখানেই থাকুন না কেন, পুজোর ক’দিন একছাদের নিচে জড়ো হন সকলে। পুজো-অর্চনা, ভোগ বিতরণ, খাওয়া-দাওয়া, পরিবেশন, সবেতেই অংশ নেন তাঁরা।


সপ্তমীর সকাল থেকেও একে একে সকলে এসে পৌঁছন। গতকাল হলুদ বেনারসী পরে কাজল হাজির হয়েছিলেন প্যান্ডলে। আজ কাজলের পরনে ছিল লাল শাড়ি । অন্যদিকে রানি পরেছিলেন সবুজ-নীল শাড়ি । 


আরও পড়ুন: Nusrat Jahan: সিঁথিতে সিঁদুর, ঢাকে কাঠি, প্রসাদ.. দুর্গাপুজোয় সামিল হয়েও সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে নুসরত!


এই পুজো থেকেই একটি ছোট্ট ভিডিও ভাগ করে নেন কাজল। সেখানে দেখা যায়, ভোগ বিতরণের জায়গায় গিয়েছেন কাজল। সেখানে তাঁর সঙ্গে যুগ (Yug Devgan)। কাজলের হাতে খাবারের থালা। আর সেখান থেকেই অপটু হাতে দর্শনার্থীদের পাতে খাবার তুলে দিচ্ছে যুগ। বাকি আর পাঁচটা মায়ের মতোই যুগকে নির্দেশ দিচ্ছেন কাজল। 


সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে কাজল লিখেছেন, 'আমার ছেলে দুর্গাদুর্গাপুজো" href="https://www.instagram.com/reel/CjNYJdnp4yL/?utm_source=ig_embed&utm_campaign=loading" data-type="interlinkingkeywords">পুজোয় ভোগ বিতরণ করছে। আমি গর্বিত মা। ঐতিহ্য এভাবেই বয়ে চলে।'